
হার্দিক পান্ডিয়ার (ZIM vs IND 2022) মতো একজন অলরাউন্ডারের দলে থাকাটা কতোটা গুরুত্বপূর্ণ তা নিয়ে মুখ খুললেন সাউথ আফ্রিকার প্রাক্তন অলরাউন্ডার লান্স ক্লুজনার। এবছর আইপিএল থেকেই দুর্দান্ত ছন্দে আছেন হার্দিক। আসন্ন এশিয়া কাপেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে চলেছেন এমনটাই মনে করা হচ্ছে।
২০২১ সালের টি টোয়েন্টি বিশ্বকাপ ভরাডুবি পারফরম্যান্সের পর নিজের ফিটনেস ঠিক করার দিকে নজর দিয়েছেন পান্ডিয়া। এরপর সম্পূর্ণ অন্য পান্ডিয়া’কে দেখেছিলাম আমরা। নেতৃত্ব দিয়ে আইপিএলের অভিষেক বছরে গুজরাট টাইটান্স’কে চ্যাম্পিয়ান হওয়ার পথ দেখান বরোদার এই অলরাউন্ডার। (ZIM vs IND 2022)
একটা সময় নিজেও অলরাউন্ডার ছিলেন ক্লুজনার, বর্তমানে জিম্বাবোয়ে দলের ব্যাটিং কোচ তিনি। সদ্য Times Of India কে দেওয়া একটি সাক্ষাৎকারে ক্লুজনার বলেছেন,
“বিশ্বের যে কোনও সাদা বলের ক্রিকেট দলে হার্দিকের মতো একজন অলরাউন্ডার থাকাটা বাড়তি মাত্রা এনে দেয়। ওকে চেনা ছন্দে দেখে দারুণ লাগছে। হার্দিক যখন ছন্দে থাকে, তখন গোটা ভারতীয় ক্রিকেট দল’কেই একেবারে অন্যরকম দেখায়।” (ZIM vs IND 2022)
আরও পড়ুনঃ Indian Womens Cricket : আগামী তিন বছরে ৬৫ টা ম্যাচ খেলবে হরমনপ্রীত’রা
এবছর ইংল্যান্ড সফরে টি ২০ এবং ওয়ানডে সিরিজ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন হার্দিক পান্ডিয়া। এর আগে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজে দলের অধিকাংশ সিনিয়র ক্রিকেটারেরা না থাকলেও তার ব্যাট – বলে দলকে এনে দেওয়া নির্ভরতা সকলের নজর কেড়েছিল।
২০১৬ সালে শেষ বার ভারতীয় ক্রিকেট দল জিম্বাবোয়ে সফরে এসেছিলো। এরপর দুই দেশের ক্রিকেট দল নানান পরিবর্তনের মধ্যে দিয়ে গেছে। সদ্য বাংলাদেশ’কে ঘরের মাঠে নাস্তানাবুদ করে ছেড়ছে জিম্বাবোয়ে। ২-১ ব্যবধানে ওয়ানডে এবং টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছিলো তারা।
আসন্ন ভারতের বিপক্ষে সিরিজে জিম্বাবোয়ের ক্রিকেট দল অনেক কিছু শিখতে পারবে বলেই মত সেদেশের ব্যাটিং কোচের, তিনি বলেছেন,
“ভারতের মতো প্রথম সারির একটি দলের বিরুদ্ধে খেলা মানে অনেক কিছু শেখার অবকাশ আছে জিম্বাবোয়ের ক্রিকেটারদের কাছে। এটা আমাদের ক্রিকেটারদের কাছে খুবই বিরাট একটা সুযোগ।”