তার বিরুদ্ধে অভিযোগে মামলা দায়ের করা হয়েছিলো জাতিবিদ্বেষমূলক মন্তব্য করার জন্য, এবার সেই মামলার জেরে হরিয়ানার হাংসিতে গ্রেফতার হলেন ভারতের বিশ্বকাপ জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য তারকা অলরাউন্ডার যুবরাজ সিং।
আরও পড়ুনঃ T20WC : ভারত – পাক ম্যাচের আগে খোশ মেজাজে কপিল, সুনীলদের সঙ্গে দেখতে পাওয়া গেলো শোয়েব আখতার’কে
ঘটনার সূত্রপাত একটি সোশ্যাল মিডিয়া লাইভ চ্যাটে। সেখানে রোহিত শর্মার সঙ্গে আড্ডা দেওয়া কালীণ যুজবেন্দ্র চাহাল সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে বসেন যুবি। পরবর্তী সময়ে ক্ষমা চাইতে বলা হলে নিঃশর্ত ক্ষমা চেয়ে নেন যুবি।
পরবর্তী সময়ে হাইকোর্টের নির্দেশে চন্ডীগড় চলে যান যুবরাজ সিং। সেখান থেকে তাকে গ্রেফতার হিসারের পুলিশ। বর্তমানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাকে।