Yuvraj Singh – ১২ ই ডিসেম্বর ৪১ এ পা দিলেন ভারতের বিশ্বকাপ জয়ী প্রাক্তন তারকা অলরাউন্ডার যুবরাজ সিং। ‘ম্যান অফ আইসিসি টুর্নামেন্ট’ নামে দারুণ জনপ্রিয় তিনি। খেলার পাশাপাশি অফ ফিল্ডে নিজের দারুণ ডেডিকেশানের জন্যে বিখ্যাত তিনি।
২০১১ সালের ওডিআই বিশ্বকাপ খেলাকালীণ ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন যুবরাজ সিং। নিজের সেরা খেলাটা খেলে ২৮ বছর পর ভারতের বিশ্বকাপ জয় নিশ্চিত করেছিলেন যুবি। সিরিজ সেরার পুরস্কার পেয়েছিলেন যুবি। (Yuvraj Singh)
২০১১ সালের বিশ্বকাপ জিতেছিলেন যুবরাজ, ২০০০ সালে অনূর্ধ ১৯ বিশ্বকাপ এবং ২০০৭ সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলেন তিনি। অবসরের পর রোড সেফটি ওয়াল্ড সিরিজে ইন্ডিয়ান লেজেন্ডসের হয়ে খেলেছিলেন, এছাড়া জিতেছিলেন আইপিএল এবং আবু ধাবি টি টেন লিগ। (Yuvraj Singh)
Wishing my big brother @YUVSTRONG12 a very Happy Birthday 🥳 Cheers to all the fun memories that we share together on & off the field. May God bless you with tons of happiness and success.Lots of Love Yuvi Pa. Have a blessed day! 🤗 pic.twitter.com/RnkwCUlxjS
— Suresh Raina🇮🇳 (@ImRaina) December 12, 2022
4️⃣0️⃣2️⃣ intl. matches 👌
— BCCI (@BCCI) December 12, 2022
1️⃣1️⃣7️⃣7️⃣8️⃣ intl. runs 💪
1️⃣7️⃣ intl. tons 💯
1️⃣4️⃣8️⃣ intl. wickets 👍
Wishing the legendary @YUVSTRONG12 – former #TeamIndia all-rounder and 2️⃣0️⃣0️⃣7️⃣ ICC World T20 Championship & 2️⃣0️⃣1️⃣1️⃣ ICC World Cup-winner – a very happy birthday 🎂 👏 pic.twitter.com/S6w7T5iXZK
A fighter on and off the field, @Yuvstrong12, your journey is an inspiration for so many. Wishing you a very happy birthday and may you have a wonderful year ahead. pic.twitter.com/XlGExmWXF5
— Mithali Raj (@M_Raj03) December 12, 2022
Great middle-order batter, good bowling option, Gun fielder – Yuvraj Singh was a terrific package.pic.twitter.com/JkSrRiWje5
— Johns. (@CricCrazyJohns) December 12, 2022
Yuvraj Singh was one of the best in the business in all departments! A true legend of Indian cricket with impeccable contribution, hero of the 2011 World Cup.
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 12, 2022
Happy birthday to the great, Yuvi! pic.twitter.com/eZL7KSLAI0
জন্মদিনের বিশেষ দিনে যুবি কে (Yuvraj Singh) সোশ্যাল মিডিয়ায় উইশ করেছেন তার ভক্ত থেকে শুরু করে প্রাক্তন সতীর্থরা।
২০০০ সালে অনূর্ধ-১৯ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়ায় আগে পঞ্জাবের জুনিয়র দলের হয়ে খেলেছিলেন যুবরাজ, সেই দলকে নেতৃত্ব দিয়েছিলেন মহম্মদ কাইফ। সেই প্রথমবার ভারত যুব বিশ্বকাপ জেতে। সেই বছরে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেন যুবরাজ অক্টোবর মাসে চ্যাম্পিয়ান্স ট্রফিতে।
এরপর আর ফিরে দেখতে হয়নি যুবি’কে, দেশের হয়ে ৩০৪ ওয়ানডে, ৪০ টেস্ট এবং ৫৮ টি ২০ ম্যাচ খেলেছিলেন তিনি। ভারতের ২০০৭ এবং ২০১১ সালের টি ২০ বিশ্বকাপ জেতার নেপথ্যে পালন করেছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা। ২০১৭ সালে কেরিয়ারের শেষ অধ্যায়ে উপনীত হন যুবি, সেই বছর বিরাট কোহলির নেতৃত্বে খেলেছিলেন চ্যাম্পিয়ান্স ট্রফিতে। দেশের প্রাক্তন সহ অধিনায়ক ২০১৯ সালের জুন মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন, এরপর বিভিন্ন ফ্রাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলতে দেখা গেছে তাকে।
আরও পড়ুনঃ PAK vs ENG 2022 : ইংল্যান্ডের টেস্ট খেলার ধরন দেখে মজেছেন কে এল রাহুল