IND vs SL 2023 : এরম করলে আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিতই নয়, অর্শদীপকে কড়া কথা শোনালেন গম্ভীর

0
15
You should not play international matches said Gautam Gambhir to Arshdeep Singh after 2nd t20 match of IND vs SL 2023
You should not play international matches said Gautam Gambhir to Arshdeep Singh after 2nd t20 match of IND vs SL 2023

শুনতে অবাক লাগলেও এটাই বাস্তব। (IND vs SL 2023) গত বৃহস্পতিবার পুনেতে শ্রীলঙ্কার বিরুদ্ধে চলতি সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে ভারতের বাঁহাতি পেস বোলার অর্শদীপ সিং একটি লজ্জার রেকর্ড গড়েছেন। ইনিংসের প্রথম ওভার করার পর অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া বল তুলে দেন অর্শদীপের হাতে।

অর্শদীপের প্রথম বলে শ্রীলঙ্কার ব্যাটার নিসাঙ্কা মিড-অনে একটি ভালো শটে বাউন্ডারি মারেন। অর্শদীপ অবশ্য পরের দুই বলে কোনো রান দেননি, চতুর্থ বলে এক রান এবং পঞ্চম বলে ডট করেন। নিজের প্রথম ওভারে টানা তিনটি নো বল করেছেন তিনি। এরপর আরও দুটি নো বল করেন। অর্থাৎ সব মিলিয়ে মোট ৫ টি নো বল করেন এই তরুন পেসার। (IND vs SL 2023)

এর জেরে দারুন হতাশ হন অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া। তবে এদিন অর্শদীপ ছাড়া ভারতীয় পেসার উমরান মালিকও দুটি নো বল করেন। এর আগেও নো বলের রেকর্ড ছিল অর্শদীপের নামেই, ৪টি নো বল করেছিলেন তিনি।

তবে গত বৃহস্পতিবার নিজেরই সেই রেকর্ড ভেঙে পাঁচটি নো বল করেন তিনি। (IND vs SL 2023) অনেকেই মনে করছেন এটি অনুশীলনের অভাবে হয়েছে। প্রাক্তন ভারতীয় ওপেনার গৌতম গম্ভীর এই প্রসঙ্গে বলেন –

“সাতটি নো বল কল্পনা করতে পারছেন ! এটা ২১ ওভারের বেশি বোলিং করার মতো। সবাই খারাপ বল করে বা খারাপ শট খেলে কিন্তু এটা ছন্দের ব্যাপার।”

আরও পড়ুনঃ Wahab Riaz : দ্রাবিড়-ইনজামাম’কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন ওয়াহাব রিয়াজ !

তিনি আরও বলেন –

“আপনি যদি চোট সারিয়ে সবে মাত্র মাঠে নামছেন, তাহলে আপনার আন্তর্জাতিক ম্যাচ খেলা উচিত নয়। আপনার ঘরোয়া ক্রিকেটে খেলে ছন্দ ফিরে পাওয়া উচিত, কারণ নো-বল একেবারেই গ্রহণযোগ্য নয়। আপনাকে ম্যাচে ১৫-২০ ওভার বল করতে হবে, ফিরে আসতে হবে এবং তারপরে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলতে হবে।”

এর পাশাপাশি ভারতীয় উইকেটকিপার ব্যাটার দীনেশ কার্তিক’ও এদিন অর্শদীপের উদ্দেশ্যে ট্যুইট করে লেখেন –

“আপনাদের আর্শদীপের ব্যাপারটা বুঝতে হবে। ম্যাচের আগে অনুশীলনের অভাব রয়েছে। ম্যাচে ভালো বল করা একেবারেই সহজ কাজ নয়।”

কার্যত মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় এই ট্যুইটটি। (IND vs SL 2023) বলাই বাহুল্য, আসলে অর্শদীপের থেকে মুখ ফিরিয়ে নেননি কার্তিক। বরং তরুণ তুর্কির পাশেই দাঁড়িয়েছেন তিনি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের টি-২০ ফরম্যাটে কি রোহিত-কোহলি যোগ শেষ, অবশেষে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন কোচ দ্রাবিড়