WPL Auction 2023 : বাবা মা’কে কলকাতায় ফ্ল‍্যাট কিনে দেবেন রিচা

0
15
WPL Auction 2023 : 'Want to Buy a Flat in Kolkata. I want My Parents to Settle Down There' - Richa Ghosh
WPL Auction 2023 : 'Want to Buy a Flat in Kolkata. I want My Parents to Settle Down There' - Richa Ghosh

WPL Auction 2023 – মুম্বাইতে উমেন প্রিমিয়ার লিগের নিলামে নিলামে কোটি টাকার অধিক দর পেয়েছেন ভারতের উইকেট কিপার ব‍্যাটার রিচা ঘোষ।

১৯ বছর বয়সী এই শিলিগুড়ির ক্রিকেটারকে সোমবার নিলাম থেকে দলে নিয়েছিলো রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর, ১.৯০ কোটি টাকার বিনিময়ে। আরসিবি ৩.৪০  কোটি টাকা দিয়ে ভারতের তারকা ওপেনার স্মৃতি মান্ধানাকেও দলে নিয়েছে। (WPL Auction 2023)

গত রোববার টি টোয়েন্টি বিশ্বকাপের ম‍্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে হারাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন রিচা। সেই ম‍্যাচের রেশ কাটতে না কাটতেই এই সুখবর পেলেন রিচা। (WPL Auction 2023)

এই বিপুল পরিমাণ অর্থ নিয়ে কি করবেন তিনি ? সংবাদ মহলের তরফে এমনটাই জানতে চাওয়া হয়েছিলো রিচার কাছে। জবাবে উদীয়মান এই ভারতীয় ক্রিকেটার জানিয়েছেন তিনি কলকাতায় একটি ফ্ল‍্যাট কিনতে যান যাতে বাবা মায়ের সাথে কলকাতায় থাকতে পারেন তিনি। (WPL Auction 2023)

“আমার বাবা মা আমাকে দেশের হয়ে খেলতে দেখতে চাইতো। আমি দেশকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন দেখি। ভারতের হয়ে বড়ো ট্রফি জিততে চাই। আমি কলকাতায় একটা ফ্ল‍্যাট কিনতে চাই। আমি চাই আমার বাবা, মা সেখানেই সেটলড হয়ে যাক। আমি খুশি থাকতে দেখতে চাই দুজনকে। তারা দুজনেই প্রচুর পরিশ্রম করেছে, আমার জন্যে খুব খেটেছে। এমনকি আমার বাবা আম্পায়ারিং’ও করেছেন। কিন্তু এই নিলামের পর আমার বাবাকে আর হয়তো এতো হাড়ভাঙা পরিশ্রম করতে হবেনা।” – সাংবাদ মাধ‍্যমকে এমনটাই বলেছেন শিলিগুড়ির রিচা।

আরও পড়ুনঃ Border-Gavaskar Trophy 2023 : চার টেস্টের এই সিরিজে বড় পার্থক্য গড়ে দেবে ভারতের লোয়ার অর্ডার ব্যাটাররা, এমনই দাবী অজি কোচের

৫০ লাখ টাকা বেস প্রাইস ছিলো রিচার। দিল্লি তাকে নেওয়ার জন্য প্রথম হাক দেয়। রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর’ও তাকে দলে নেওয়ার ব‍্যাপারে সমান আগ্রহ প্রকাশ করে। এর ফলে দুই ফ্রাঞ্চাইজির মধ্যে লড়াই জমে ওঠে। রিচার দর ১ কোটি টাকা ছুঁতে খুব একটা সময় লাগেনি। (WPL Auction 2023)

উমেন্স প্রিমিয়ার লিগে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর দলের মিডল অর্ডার সামলাতে দেখা যাবে রিচা ঘোষকে।

গত রোববার টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছিলো ভারত – পাকিস্তান। ম‍্যাচে ভারতের রানতাড়া করে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জেমিমাহ রডরিগেজের হাফ সেঞ্চুরি এবং রিচা ঘোষের পাঁচ নম্বরে ব‍্যাট করতে নেমে ২০ বলে খেলা ৩১ রানের ইনিংসটা।

রিচার ইনিংস ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ৫ টা চার মারেন ১৫৫ স্ট্রাইক রেটে। ২০২০ WPL এ আরসিবির হয়ে কেমন পারফরম্যান্স দেন এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ Prithvi Shaw : ভ‍্যালেন্টাইন্স ডে’র দিন কাছের মানুষের ছবি জনসমক্ষে আনলেন পৃথ্বী শাহ