WPL Auction 2023 : কোহলিদের আগে আরসিবিকে ট্রফি জেতাবে স্মৃতি মান্ধানারা, ট‍্যুইটার উল্লাস আরসিবিয়ানদের 

0
22
WPL Auction 2023 Smriti Mandhana will win RCB trophy before Kohli, RCB fans cheer on Twitter
WPL Auction 2023 Smriti Mandhana will win RCB trophy before Kohli, RCB fans cheer on Twitter

WPL Auction 2023 – সোমবার মুম্বাইতে উমেন্স প্রিমিয়ার লিগের নিলামের আস‍রে আগুনে ফর্মে বাজার করলো আরসিবি। স্মৃতি মান্ধানা, এলিস পেরি, সোফি ডিভাইন এবং রেনুকা সিংয়ের মতো তারকাদের দলে তুলে নিয়ে দারুণ চমক দিলো তারা।

৩.৪ কোটি টাকার বিনিময়ে স্মৃতি মান্ধানাকে দলে নেয় আরসিবি। এরপর এলিস পেরি এবং সোফি ডিভাইনের মতো বিশ্বের তারকা সব অলরাউন্ডার ক্রিকেটারদের যথাক্রমে ১.৭ কোটি টাকা এবং ৫০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে আরসিবি। (WPL Auction 2023)

এই ত্রয়ী তারকা ক্রিকেটারের বিরাট পরিমাণ টি টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা দেশের হয়ে, এবং ফ্রাঞ্চাইজির হয়ে। ১১২ টা টি টোয়েন্টি ম‍্যাচ খেলে স্মৃতি মান্ধানা করেছেন ২৬৫১ রান,আছে ২০ টা হাফ সেঞ্চুরি। পেরি ১৫১৫ রান করার পাশাপাশি নিয়েছেন ১২০ টা উইকেট। ডেভাইন ১১৬ ম‍্যাচ খেলে ২৯৫০ রান করার পাশাপাশি ১১০ উইকেট নিয়েছেন। (WPL Auction 2023)

এমন সব তারকা ক্রিকেটারদের দলে নেওয়ায় ভীষণ খুশি হয়েছে তাদের ফ‍্যানেরা। আসুন নজর রাখা যাক এমন কিছু ট‍্যুইটের দিকে যা তারা আবেগের বশে করে দেওয়ার পর এখন ভীষণ ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। (WPL Auction 2023)

আরও পড়ুনঃ WPL Auction 2023 : ২ কোটি টাকায় দিল্লি ক‍্যাপিটালসে যোগ দিলেন অনূর্ধ ১৯ বিশ্বকায় জয়ী ভারত অধিনায়ক শেফালী ভার্মা 

মুম্বাইতে এদিন নিলামে প্রথম ওঠা ক্রিকেটার ছিলেন স্মৃতি মান্ধানা। ৫০ লাখ টাকা থেকে শুরু হয় বিড। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোরের মধ্যে দারুণ দর কষাকষি শুরু হয়। বাকি তিন ফ্রাঞ্চাইজি কার্যত দর্শকের ভূমিকায় ছিলো এখানে। (WPL Auction 2023)

কিছু সময়ের মধ্যে তিন কোটি টাকা দর উঠে যায়। এরপর ৩.৪ কোটি টাকার বিনিময়ে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর দলে নেয় স্মৃতি মান্ধানাকে। খবর চাউর হওয়ার পর ট‍্যুইট করেন স্মৃতি মান্ধানা। বেঙ্গালুরু বাসীর উদ্দেশ্যে বলেন – ” নামাস্কারা বেঙ্গালুরু।”

মান্ধানাকে দলে নেওয়ায় ভীষণ খুশি হয়েছে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর দল। পরবর্তী সময়ে আরসিবির ট‍্যুইটার হ‌্যান্ডেল থেকে এই খবর ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়। আরসিবির এই ট‍্যুইট ইতিমধ্যে ভাইরাল হয়েছে। (WPL Auction 2023)

আরও পড়ুনঃ WPL Auction 2023 : পাক বধের সুফল রাতারাতি পেলেন জেমিমাহ রডরিগেজ