WPL Auction 2023 : ২ কোটি টাকায় দিল্লি ক‍্যাপিটালসে যোগ দিলেন অনূর্ধ ১৯ বিশ্বকায় জয়ী ভারত অধিনায়ক শেফালী ভার্মা 

0
19
WPL Auction 2023 Shefali Verma joins Delhi Capitals for 2 crore
WPL Auction 2023 Shefali Verma joins Delhi Capitals for 2 crore

WPL Auction 2023 – সোমবার উমেন্স প্রিমিয়ার লিগের নিলাম থেকে উদীয়মান ভারত তারকা শেফালী ভার্মাকে দলে নিলো দিল্লি ক‍্যাপিটালস। ২ কোটি টাকার বিনিময়ে শেফালীকে দলে নিলো দিল্লি।

এই যুব ওপেনিং ব‍্যাটারকে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স’ও। দুই দলের মধ্যে লড়াই এক অন‍্যমাত্রায় পৌঁছে যায়, কিন্তু শেষ হাসি হাসে দিল্লি। (WPL Auction 2023)

সদ‍্য সাউথ আফ্রিকার মাটিতে আয়োজিত অনূর্ধ ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন শেফালী। বর্তমানে তিনি সিনিয়র দলের সাথে খেলছেন সিনিয়রদের টি টোয়েন্টি বিশ্বকাপ। টপ অর্ডারে অসামান্য ব‍্যাট করেন তিনি, আরেক ভারতীয় তারকা স্মৃতি মান্ধানার সাথে। ১৩৪ এর স্ট্রাইক রেটে ব‌্যাট করেন।

২০১৯ সালে ১৫ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক ক‍রেছিলেন শেফালী। এখনও অবধি ৫২ টা ম‍্যাচ খেলেছিলেন, মেয়েদের প্রথম বারের আইপিএলে তার ব‍্যাটিং ঝড় দেখার অপেক্ষায় আছে সকলে।

অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ লানিংকেও দলে নিয়েছে দিল্লি ক‍্যাপিটালস। ১.১ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিয়েছে দিল্লি ক‍্যাপিটালস। এছাড়া সদ‍্য পাকিস্তান’কে হারানোর অন‍্যতম কান্ডের জেমিমাহ রডরিগেজ কেও দলে নিয়েছেন তারা।

আরও পড়ুনঃ WPL Auction 2023 : আরসিবির হয়ে মাঠ মাতাবেন বাংলার রিচা, রাতারাতি হলেন কোটিপতি !

জেমিমাহকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছিলো ইউপি ওয়ারিওরজ এবং দিল্লি ক‍্যাপিটালস। দুই দলের মধ্যে এই ক্রিকেটারকে নেওয়ার লড়াই চরমে পৌঁছে যায়। তবে জেমিমাহর দাম ১.৮০ কোটি টাকা ছাড়াতেই ইউপির দল লড়াই থেকে ছিটকে যায়। (WPL Auction 2023)

ইউপি ছিটকে গেলেও দমবার পাত্র ছিলোনা মুম্বাই ইন্ডিয়ান্স। এই ভারতীয় ব‍্যাটারকে দলে নিতে একপ্রকার বদ্ধপরিকর ছিলো তারাও। শেষ অবধি ২.২০ কোটি টাকার বিনিময়ে দিল্লি ক‍্যাপিটালসে যোগদান করলেন জেমিমাহ। (WPL Auction 2023)

এখনও অবধি ৬৬ টা টি টোয়েন্টি ম‍্যাচ খেলেছিলেন জেমিমাহ। ৩০.৭১ গড়ে ১৬২৮ রান করেছেন। আছে দশটা হাফ সেঞ্চুরি। ব‍্যাট হাতে অসাধারণ পারফরম্যান্স দেওয়ার সুবাদে বিদেশি লিগে খেলার সুযোগ পেয়েছিলেন।

আরও পড়ুনঃ WPL Auction 2023 : পাক বধের সুফল রাতারাতি পেলেন জেমিমাহ রডরিগেজ