WPL Auction 2023 : আরসিবির হয়ে মাঠ মাতাবেন বাংলার রিচা, রাতারাতি হলেন কোটিপতি !

0
15
WPL Auction 2023 : Richa Ghosh most expensive among Indian wicketkeepers, sold to RCB for 1.90 crore
WPL Auction 2023 : Richa Ghosh most expensive among Indian wicketkeepers, sold to RCB for 1.90 crore

WPL Auction 2023 – পাকিস্তানের বিরুদ্ধে বিস্ফোরক ইনিংস খেলার কয়েক মুহূর্তের মধ্যে মেয়েদের প্রিমিয়ার লিগের নিলামের আসর থেকে বিরাট দর পেলেন বা‌ংলার পাওয়ার হিটার ব‍্যাটার রিচা ঘোষ। ১.৯ কোটি টাকার বিনিময়ে তাকে দলে নিলো রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‌্যাঙ্গালোর। বাংলার এই তারকা ক্রিকেটারকে দলে নিতে দিল্লি ক‍্যাপিটালসের কাছে দারুণ বেগ পেতে হয়েছে আরসিবিকে।

৫০ লাখ টাকা বেস প্রাইস ছিলো রিচার। দিল্লি তাকে নেওয়ার জন্য প্রথম হাক দেয়। রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর’ও তাকে দলে নেওয়ার ব‍্যাপারে সমান আগ্রহ প্রকাশ করে। এর ফলে দুই ফ্রাঞ্চাইজির মধ্যে লড়াই জমে ওঠে। রিচার দর ১ কোটি টাকা ছুঁতে খুব একটা সময় লাগেনি। (WPL Auction 2023)

একেবারে পরিকল্পনা মাফিক এগোচ্ছিলো দুই ফ্রাঞ্চাইজি। তবে এই লড়াইয়ে শেষ হাসি হাসলো আরসিবি। নিলামে আরসিবি দলের তৃতীয় ভারতীয় ক্রিকেটার রিচা ঘোষ। এর আগে সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি দলে নিয়েছে ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা এবং মিডিয়াম ফাস্ট বোলার রেনুকা ঠাকুর সিংকে। (WPL Auction 2023)

উমেন্স প্রিমিয়ার লিগে রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর দলের মিডল অর্ডার সামলাতে দেখা যাবে রিচা ঘোষকে। আরসিবি একজন ব‍্যাক আপ প্রয়োজন রিচার, উইকেটকিপিং ব‍্যাটার পজিশনের। তাদের হাতে এখনো ৩ কোটা টাকা আছে। দলে নিতে দশ জন ক্রিকেটার।

আরও পড়ুনঃ WPL Auction 2023 : কোটি টাকার অধিকদামে মুম্বাই ইন্ডিয়ান্স দলে নিলো ভারত অধিনায়ক হরমনপ্রীত কউরকে 

রোববার টি টোয়েন্টি বিশ্বকাপের আসরে মুখোমুখি হয়েছিলো ভারত – পাকিস্তান। ম‍্যাচে ভারতের রানতাড়া করে জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন জেমিমাহ রডরিগেজের হাফ সেঞ্চুরি এবং রিচা ঘোষের পাঁচ নম্বরে ব‍্যাট করতে নেমে ২০ বলে খেলা ৩১ রানের ইনিংসটা।

রিচার ইনিংস ভারতের জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি ৫ টা চার মারেন ১৫৫ স্ট্রাইক রেটে। ২০২০ WPL এ আরসিবির হয়ে কেমন পারফরম্যান্স দেন এখন সেটাই দেখার বিষয়।

আরও পড়ুনঃ Eoin Morgan : সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগান