
WPL Auction 2023 – সোমবার উমেনস প্রিমিয়ার লিগের নিলামে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিলো স্মৃতি মান্ধানাকে। ভারতের টি টোয়েন্টি দলের সহ অধিনায়ককে দলে নিতে নিলামে অল আউটে গেছিলো আরসিবি। এরপর ৩.৪ কোটি টাকার বিনিময়ে স্মৃতিকে দলে নেয় তারা।
মুম্বাইতে এদিন নিলামে প্রথম ওঠা ক্রিকেটার ছিলেন স্মৃতি মান্ধানা। ৫০ লাখ টাকা থেকে শুরু হয় বিড। মুম্বাই ইন্ডিয়ান্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে দারুণ দর কষাকষি শুরু হয়। বাকি তিন ফ্রাঞ্চাইজি কার্যত দর্শকের ভূমিকায় ছিলো এখানে। (WPL Auction 2023)
কিছু সময়ের মধ্যে তিন কোটি টাকা দর উঠে যায়। এরপর ৩.৪ কোটি টাকার বিনিময়ে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নেয় স্মৃতি মান্ধানাকে। খবর চাউর হওয়ার পর ট্যুইট করেন স্মৃতি মান্ধানা। বেঙ্গালুরু বাসীর উদ্দেশ্যে বলেন,
“নামাস্কারা বেঙ্গালুরু”। (WPL Auction 2023)
Namaskara Bengaluru 💛❤️
— Smriti Mandhana (@mandhana_smriti) February 13, 2023
Join us in welcoming the first Royal Challenger, Smriti Mandhana! 😍
— Royal Challengers Bangalore (@RCBTweets) February 13, 2023
Welcome to RCB 🔥#PlayBold #WeAreChallengers #WPL2023 #WPLAuction pic.twitter.com/7q9j1fb8xj
আরও পড়ুনঃ Most Expensive Players at WPL auction : তিন কোটির অধিক দামে আরসিবিতে যোগ দিলেন স্মৃতি মান্ধানা
মান্ধানা কে দলে নেওয়ায় ভীষণ খুশি হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দল। পরবর্তী সময়ে আরসিবির ট্যুইটার হ্যান্ডেল থেকে এই খবর ট্যুইট করে জানিয়ে দেওয়া হয়। আরসিবির এই ট্যুইট ইতিমধ্যে ভাইরাল হয়েছে। (WPL Auction 2023)
রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর WPL 2023 এর নিলামে ভীষণ দাপট দেখিয়েছে। মান্ধানাকে দলে নেওয়ার পর সংশ্লিষ্ট ফ্রাঞ্চাইজি অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার এলিসে পেরিকে ১.৭ কোটি টাকার বিনিময়ে দলে নিয়েছিলো। এরপর আরসিবি যোগ দেওয়া দুই ক্রিকেটার নিউজিল্যান্ডের সোফি ডিভাইন এবং ভারতের রেনুকা সিংকে।
এই প্রতিবেদন লেখাকালীণ এখনো অবধি এই ৪ ক্রিকেটারকে নিয়েছে আরসিবি। এখনো তাদের অন্তত আরও ১১ জন ক্রিকেটারকে নিতে হবে দল গঠন করার জন্য। ৪.৯ কোটি টাকা এখনো রয়েছে আরসিবির পার্সে। এখন দেখার বিষয় হলো আরসিবি বাদবাকি আর কাদেরকে দলে নেয়।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : দ্বিতীয় টেস্টেও খেলবেন রাহুল, মনে করেন গাভাস্কার