WPL Auction 2023 : দিল্লি ক্যাপিটালস তাকে দলে নিয়েছে যখন, তখন তিনি অনুশীলন চালাচ্ছেন। অনুশীলন করা কালীণ সেই খবর পান। এরপর মোবাইলে চোখ রাখতেই দেখেন চুঁচুড়ার তিতাস সাধুকে ২৫ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এই প্রথম বার আয়োজিত হতে চলেছে মেয়েদের প্রিমিয়ার লিগ। আর সেই লিগে অংশীদার হতে পেরে ভীষণ খুশি তিতাস। ইতিমধ্যে অনূর্ধ ১৯ বিশ্বকাপ জিতে ফেলেছেন তিতাস। এই সুযোগ তাকে পরবর্তী সময়ে শিখতে সাহায্য করবে। করে তুলবে সমৃদ্ধ। (WPL Auction 2023)
এবারের অনূর্ধ্ব-১৯ মহিলা টি-২০ বিশ্বকাপের ফাইনালে অসাধারণ বোলিং পারফরম্যান্স দিয়েছিলেন তিতাস। ফাইনালে ৪ ওভার বোলিং করে ৬ রান দিয়ে ২ উইকেট নেন মাত্র ১.৫০ রানরেটে। ফাইনালে এমন পারফরম্যান্স দেওয়ার পর থেকেই তিতাসের প্রত্যাশা তৈরি হয়ে গেছিলো তিনি প্রথম বারের মেয়েদের প্রিমিয়ার লিগে খেলার সুযোগ পাবেন। সেই স্বপ্ন পূরণ হলো এবার। (WPL Auction 2023)
অনূর্ধ ১৯ বিশ্বকাপে তিতাস খেলেছিলেন শেফালী ভার্মার নেতৃত্বে, সেই মারকুটে ওপেনারকেও দলে নিয়েছে দিল্লি ক্যাপিটালস। এই যুব ওপেনিং ব্যাটারকে দলে নেওয়ার চেষ্টা চালিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স’ও। দুই দলের মধ্যে লড়াই এক অন্যমাত্রায় পৌঁছে যায়, কিন্তু শেষ হাসি হাসে দিল্লি। (WPL Auction 2023)
India’s U19 bowler Titas Sadhu is sold to Delhi Capitals! 🇮🇳#DC #WPL2023 #CricketTwitter pic.twitter.com/suaYq2JDpk
— Sportskeeda (@Sportskeeda) February 13, 2023
সদ্য সাউথ আফ্রিকার মাটিতে আয়োজিত অনূর্ধ ১৯ টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিলো ভারত। সেই দলের অধিনায়ক ছিলেন শেফালী। বর্তমানে তিনি সিনিয়র দলের সাথে খেলছেন সিনিয়রদের টি টোয়েন্টি বিশ্বকাপ। টপ অর্ডারে অসামান্য ব্যাট করেন তিনি, আরেক ভারতীয় তারকা স্মৃতি মান্ধানার সাথে। ১৩৪ এর স্ট্রাইক রেটে ব্যাট করেন।
২০১৯ সালে ১৫ বছর বয়সে ভারতের হয়ে অভিষেক করেছিলেন শেফালী। এখনও অবধি ৫২ টা ম্যাচ খেলেছিলেন, মেয়েদের প্রথম বারের আইপিএলে তার ব্যাটিং ঝড় দেখার অপেক্ষায় আছে সকলে।