WPL Auction 2023 – আসন্ন মহিলাদের প্রিমিয়ার লিগে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলতে দেখা যাবে ভারতের অধিনায়ক হরমনপ্রীত কউর’কে। দিল্লি ক্যাপিটালস, ইউপি ওয়ারিওরজ এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের সাথে নিলামে দারুণ লড়াই জারি ছিলো। এরপর অবশ্য শেষ হাসি হাসে আম্বানির দল। ১.৮ কোটি টাকার বিনিময়ে তারা দলে তুলে নিলো ভারতের অধিনায়ককে।
মেয়েদের প্রিমিয়ার লিগে বিক্রিত (WPL Auction 2023) দ্বিতীয় ক্রিকেটার হরমনপ্রীত। এর আগে ভারতের সহ অধিনায়ক স্মৃতি মান্ধানা ইতিহাস সৃষ্টি করেছিলো WPL এর আসরে প্রথম ক্রিকেটার হিসেবে বিক্রিত হয়ে। ৩.৪ কোটি টাকার বিনিময়ে স্মৃতি যোগদান করেছিলেন আরসিবিতে। অবশ্য মান্ধানাকে পেতে শেষ অবধি দরকষাকষি চালিয়েছিলো মুম্বাই ইন্ডিয়ান্স’ও, কিন্তু তারা ৩.২ কোটি টাকা দর অবধি উঠে আসে। (WPL Auction 2023)
আরও পড়ুনঃ Eoin Morgan : সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ইয়ন মরগান
“মুম্বাই ইন্ডিয়ান্স দলের সদস্য হওয়ার সুযোগ পেলাম। আশা রাখছি আমরা একটা ভালো দল গড়বো। এরপর মাঠে নামার পর যা করার করবো।
আমাদের কাছে এই লিগ গেম চেঞ্জার। এই প্রথমবার আমরা এই রকম চাপ নিয়ে খেলবো। আমি খুব’ই উত্তেজিত বিষয়টি নিয়ে। এই বিষয়টি পুরো বিশ্ব ক্রিকেটে বদল আনবে। বদলে দেবে মেয়েদের ক্রিকেটকে। আমরা সবাই খেলতে নামার জন্যে মুখিয়ে আছি।
আমরা মুম্বাইতে আসছি। আমরা আশা রাখছি আমাদের প্রচুর সাপোর্টাররা থাকবে। ভারতীয় ভক্তরা বরাবর খুবই ভালো। ছেলেদের দল যেভাবে সন্মান এনে দিয়েছে, আমরাও সেই একই রকম চেষ্টাটাই করবো।”
– এমনটাই বলেছেন হরমনপ্রীত।
Say hello to @mipaltan's first signing at the #WPLAuction – @ImHarmanpreet 👋#WPLAuction pic.twitter.com/eS7PxzYfFM
— Women's Premier League (WPL) (@wplt20) February 13, 2023
হরমনপ্রীত সিং মুম্বাই ইন্ডিয়ান্সে যোগদান করার মানে ভারতের বর্তমান দুই অধিনায়ক’ই এখন খেলবে মুম্বাইয়ের হয়ে। রোহিত শর্মা এবং হরমনপ্রীত কউর এম আইয়ের পুরুষ এবং মহিলা দলের সদস্য। রোহিত শর্মার নেতৃত্বে ৫ বার আইপিএল জিতেছে মুম্বাই ইন্ডিয়ান্স। আইপিএলের ইতিহাসে অন্যতম সফল অধিনায়ক রোহিত শর্মা। অন্যদিকে হরমনপ্রীত এই মুহূর্তে নেতৃত্ব দিচ্ছেন দেশকে টি টোয়েন্টি বিশ্বকাপে।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : শামি’কে নিয়ে অদ্ভুত মন্তব্য করলেন সতীর্থ কার্তিক, জানুন বিস্তারিত