WPL 2023 : জেনে নিন কবে থেকে শুরু হচ্ছে মহিলাদের আইপিএল এবং কোথায় অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট

0
15
WPL 2023 : Women's IPL to begin on March 4, entire tournament to be held in Mumbai, Arun Dhumal announces
WPL 2023 : Women's IPL to begin on March 4, entire tournament to be held in Mumbai, Arun Dhumal announces

WPL 2023 – মার্চেই অনুষ্ঠিত হতে পারে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ, এ খবর ভারতীয় ক্রিকেটমহলে কারও অজানা নয়। তবে কবে থেকে শুরু হবে টুর্নামেন্ট, সে বিষয়ে সঠিক কোনও খবর ছিল না কারও কাছে। অবশেষে জানা গেল কবে শুরু হবে মেয়েদের আইপিএল। এও জানা গেল যে, কোথায় অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্য়াচগুলি।

আগামী ৪ মার্চ থেকে শুরু হবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ। (WPL 2023) চলবে ২৬ মার্চ পর্যন্ত। টুর্নামেন্টের ম্যাচগুলি অনুষ্ঠিত হবে মুম্বইয়ে। ব্র্যাবোর্ন ও ডিওয়াই পাতিল স্টেডিয়াম খেলা হবে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচগুলি। টুর্নামেন্টের বিস্তারিত সূচি ঘোষিত হয়নি। তবে উদ্বোধনী ম্য়াচে মুখোমুখি হতে পারে গুজরাট জায়ান্টস ও মুম্বই ইন্ডিয়ান্সের মহিলা দল।

সোমবার আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল সংবাদ সংস্থা পিটিআইকে উইমেন্স প্রিমিয়র লিগের দিনক্ষণ সম্পর্কে আপডেট দেন। (WPL 2023) তিনি বলেন, ‘৪ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুম্বইয়ে খেলা হবে উইমেন্স প্রিমিয়র লিগ।’

কবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম অনুষ্ঠিত হবে, তাও নির্দিষ্ট করে জানিয়ে দিয়েছেন আইপিএল চেয়ারম্যান। আগামী ১৩ ফেব্রুয়ারি মুম্বইয়েই বসবে ক্রিকেটার কেনা-বেচার আসর। অর্থাৎ, মহিলা টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচের পরের দিনেই অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগের নিলাম। (WPL 2023)

কবে, কোথায় অনুষ্ঠিত হবে উইমেন্স প্রিমিয়র লিগ –

৪ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত মুম্বইয়ে অনুষ্ঠিত হবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগ।

কবে, কোথায় অনুষ্ঠিত হবে নিলাম –

১৩ ফেব্রুয়ারি মুম্বইয়ে বসবে নিলামের আসর।

ক’টি দল অংশ নেবে টুর্নামেন্টে –

মোট ৫টি দল অংশ নেবে উদ্বোধনী উইমেন্স প্রিমিয়র লিগে। মুম্বই, দিল্লি, আমদাবাদ, বেঙ্গালুরু ও লখনউ, এই পাঁচটি শহরের ফ্র্যাঞ্চাইজি অংশ নেবে টুর্নামেন্টে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : নাগপুরে টেস্টে খেলতে নামার আগে ভীষণ মন খারাপ কোহলির, করলেন ট‍্যুইট

নিলামের জন্য কত টাকা হাতে থাকছে প্রতি দলের –

দল গড়ার জন্য প্রতিটি ফ্র্য়াঞ্চাইজি ১২ কোটি টাকা খরচ করতে পারবে।

কত জনের দল গড়তে হবে –

প্রতিটি দল কমপক্ষে ১৫ জন ক্রিকেটারের স্কোয়াড গড়ে নিতে পারবে। সর্বাধিক ১৮ জনের স্কোয়াড গড়া যাবে। সর্বাধিক ৭ জন বিদেশি ক্রিকেটার দলে নেওয়া যাবে।

ক্রিকেটারদের বেস প্রাইস কত –

ঘরোয়া ক্রিকেটারদের বেস প্রাইস ১০ ও ২০ লক্ষ টাকা। আন্তর্জাতিক ক্রিকেট খেলা তারকাদের বেস প্রাইস ৩০ ও ৫০ লক্ষ টাকা।

ম্যাচে কতজন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে –

একজন সহযোগী দেশের ক্রিকেটার-সহ ম্যাচে মোট ৫ জন বিদেশি ক্রিকেটার খেলানো যাবে।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : আসল অশ্বিনের সাথে দেখা করলেন নকল অশ্বিন, নিলেন আশীর্বাদ