WPL 2023 : উন্মাদনা তুঙ্গে সকল ক্রিকেটপ্রেমীদের, মুহূর্তের মধ্যে শেষ উইমেন্স প্রিমিয়র লিগ ফাইনালের সব টিকিট

0
20
WPL 2023 : Tickets sold out for inaugural Final
WPL 2023 : Tickets sold out for inaugural Final

WPL 2023 – সুপার সানডেতে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে প্রথম উইমেন্স প্রিমিয়র লিগের ফাইনাল বসতে চলেছে। ইতিমধ্যেই দিল্লি ক্যাপিটালস ফাইনালে জায়গা করে নিয়েছে। শুক্রবার দ্বিতীয় এলিমিনেটরে মুখোমুখি হবে মুম্বাই ইন্ডিয়ান্স এবং ইউপি ওয়ারিয়র্জ। এই দুই দলের মধ্যে যে জিতবে সেই ফাইনালে জায়গা করে নেবে।

তবে খুশির খবর এটাই, রবিবারের ফাইনালে সব টিকিট শেষ হয়ে গিয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে প্রথম বর্ষের উইমেন্স প্রিমিয়র লিগ ফাইনালের জন্য যে সংখ্য়ক টিকিট অনলাইনে ছাড়া হয়েছে, তা সব শেষ হয়ে গিয়েছে। স্বাভাবিক ভাবেই মহিলাদের এই টুর্নামেন্ট ঘিরে যে উন্মাদনা দেখা দিয়েছে তার প্রমাণ পাওয়া গেল ফাইনালের টিকিটের চাহিদা দেখে। (WPL 2023)

এও জানা গিয়েছে এই ফাইনালের জন্য টিকিটের দাম ধার্য করা হয় মাত্র ২৫০ টাকা। যা খুবই কম আইপিএলের টিকিটের দামের তূলনায়। তবে সবচেয়ে বড় বিষয় হল, টিকিটের দাম যাই হোক না কেন, মহিলাদের ক্রিকেট দেখার জন্য দর্শকরা যে মাঠে আসছেন তা অনেকটাই উন্মাদনা বাড়িয়ে দেবে দুই দলের ক্রিকেটারদের। (WPL 2023)

আরও পড়ুনঃ Team India : আসন্ন ওয়ানডে বিশ্বকাপের জন্য ভারতের দল তৈরি, এমনটাই জানালেন কোচ রাহুল দ্রাবিড়

এই টুর্নামেন্টের আয়োজনের পিছনে বিসিসিআইয়ের মূল লক্ষ্য ছিল, মহিলাদের ক্রিকেটে উন্মাদনা বাড়ানো এবং নতুন ক্রিকেটার তুলে আনা। আর সেই লক্ষ্যে অনেকটাই এগিয়ে গেলেন জয় শাহরা। প্রথমবার উইমেন্স প্রিমিয়র লিগ আয়োজন করে লেটার মার্কস নিয়ে আপাতত পাস করে গিয়েছে বিসিসিআই। যদিও এখনও ফাইনাল ম্যাচ হয়নি। তবুও ফাইনাল ম্যাচকে ঘিরে যে টিকিটের চাহিদা দেখা দিয়েছে তা দেখে কিছুটা হলেও বুকে বল পেল বিসিসিআই।

সৌরভ গঙ্গোপাধ্যায় বিসিসিআইয়ের সভাপতি থাকাকালীন এই টুর্নামেন্ট করার ভাবনা চিন্তা করেন। সব প্রক্রিয়া চালুও হয়ে যায়। রজার বিনি বোর্ডের দায়িত্ব নেওয়ার পর আই টুর্নামেন্ট আয়োজন করা হয়। প্রাথমিক ভাবে এই বছর পাঁচটি দল নিয়ে শুরু হয়েছে টুর্নামেন্ট। আগামীতে দলের সংখ্যাও বাড়তে পারে বলে জানিয়ে রেখেছেন বিসিসিআই সচিব জয় শাহ। (WPL 2023)

শুধু তাই নয়, আগামী বছর থেকে আইপিএলের মতো হোম অ্যাওয়ে ভিত্তিতে হবে এই টুর্নামেন্ট। সব ফ্র্যাঞ্চাইজি নিজেদের শহরে খেলতে পারবে। ফলে নিজেদের হোম গ্রাউন্ডে খেলতে পারলে সেখানকার সমর্থকদেরও আগ্রহ এবং উন্মাদনা বাড়বে। সেই পথেই এগোতে চাইছে বিসিসিআই। (WPL 2023)

আরও পড়ুনঃ Babar Azam : ভবিষ্যতে সচিন-বিরাটের সেঞ্চুরির রেকর্ড ভেঙে দেবেন বাবর ! এমনই বিস্ফোরক মন্তব্য শোয়েব আখতারের