WPL 2023 – সদ্য সমাপ্ত মহিলা প্রিমিয়ার লিগে মুম্বাইয়ের তারকা প্লেয়ার ন্যাট সিভার-ব্রান্ট দুরন্ত ছন্দে ছিলেন। ফাইনালে মুম্বাই ইন্ডিয়ান্সকে জেতাতে তিনি বড় ভূমিকা পালন করেন। এদিন তিনি অপরাজিত ৬০ রান করে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।
দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে ফাইনাল ঘিরে সকল ক্রিকেটপ্রেমী’দের মধ্যে উত্তেজনা ছিল তুঙ্গে। দুই দলের বোলাররা এদিন দারুন লড়াই করেন। তবে সিভারের লড়াকু ইনিংসের হাত ধরে মহিলা প্রিমিয়ার লিগের উদ্বোধনী শিরোপা ঘরে তোলে মুম্বাই। (WPL 2023)
কার্যত, এদিন টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দিল্লি ক্যাপিটালস একটা সময় ৯ উইকেট হারিয়ে ৭৯ রানে ধুঁকছিল। ভাবেনি কেউ ১০০ পার করবে তারা। সেখান থেকে টেল এন্ডার শিখা পাণ্ডে এবং রাধা যাদব মিলে দিল্লির স্কোর ১৩১-এ নিয়ে যান। দুই ভারতীয় তারকাই অপরাজিত থাকেন এদিন। (WPL 2023)
তবে ফাইনালে লড়াই করার জন্য এই স্কোরও যথেষ্ট ছিল না। মুম্বাই ৩ বল বাকি থাকতে ৭ উইকেটেই এই ম্যাচ জিতে নেয়। সিভার ৫৫ বলে অপরাজিত ৬০ রান করেন। এছাড়া হরমনপ্রীত কৌর করেন ৩৯ বলে ৩৭ রান। তিনি রানআউট হলে অ্যামেলিয়া কের মাঠে নেমে ৮ বলে ১৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।
দুরন্ত পারফরম্যান্সের হাত ধরে ম্য়াচের সেরা হন সিভার। চ্যাম্পিয়ন হওয়ার পরে স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত সিভার-ব্রান্ট বলেন যে, তিনি ম্যাচটি শেষ করে মাঠ ছাড়ার বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন। পাশাপাশি তার মতে, হরমন এবং অ্যামেলিয়া মিলে তার চাপটা কমিয়ে দেন। (WPL 2023) সিভারের দাবি,
“আমার ব্যাট করাটা বেশ কঠিন মনে হয়েছিল। তবে হরমন দলকে ভালো স্কোরের দিকে এগিয়ে নিয়ে যায়, এবং আমার উপর থেকে চাপ সরিয়ে নেয়। অ্যামেলিয়া যখন ক্রিজে এসেছিল, তখনও ও সেই একই কাজ করেছিল। আমি জানতাম, যদি আমি শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকি, আমরা জিতবো।”
আরও পড়ুনঃ WPL 2023 : মুম্বাইয়ের কাছে ফাইনালে হেরে দলের ব্যাটারদের দুষলেন দিল্লি অধিনায়ক মেগ ল্যানিং
তিনি আরও বলেন,
“আমি খুশি যে, যখন চাপ বাড়ছিল, তখন আমি এই চাপটাকে আটকে রাখতে পেরেছি, এবং শেষ পর্যন্ত ক্রিজে টিকে থেকে দলকে জেতাতে পেরেছি।”
এই ব্রিটিশ তারকা প্লেয়ার আরও জানিয়েছেন যে, দিল্লির শেষ উইকেটে শিখা পাণ্ডে এবং রাধা যাদবের পার্টনারশিপ এই লড়াইকে আকর্ষণীয় করে তুলেছিল। শিখা (১৭ বলে ২৭ রান) এবং এবং রাধা (১২ বলে ২৭ রান) মিলে ২৪ বলে অপরাজিত ৫২ রান যোগ করেন স্কোর বোর্ডে। যে কারণে দিল্লির স্কোর ৭৯/৯ থেকে ১৩১/৯-তে পৌঁছে যায়। (WPL 2023)
এই নিয়ে সিভার বলেন,
“শেষ তিন বা চার ওভারে, আমাদের বলে অনেক বেশি বাউন্ডারি হয়েছে। এটি খেলাটিকে আকর্ষণীয় করে তুলেছিল এবং শেষ পর্যন্ত এটি লড়াকু স্কোর ছিল।”
আরও পড়ুনঃ WPL 2023 : দেশকে ট্রফি এনে দিতে না পারলেও মুম্বাই’কে চ্যাম্পিয়ন করে তৃপ্ত অধিনায়ক হরমনপ্রীত, জানালেন এই দিনটারই স্বপ্ন দেখেছিলেন তিনি