Vicente Del Bosque : মেসি রোনাল্ডোর মধ্যে সেরা ফুটবলার বেছে নিলেন বিশ্বকাপ জয়ী কোচ বস্কে 

0
5482
World Cup winning coach Vicente Del Bosque chose the best footballer among Messi and Ronaldo
World Cup winning coach Vicente Del Bosque chose the best footballer among Messi and Ronaldo

Vicente Del Bosque – লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানোর রোনাল্ডোর মধ্যে থেকে সেরা ফুটবলার বেছে নিলেন বিশ্বকাপ জয়ী স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্কে। এক্ষেত্রে বস্কে বেছে নিয়েছেন মেসিকে। শুধুমাত্র এটা বলে ক্ষ‍্যান্ত হননি তিনি, তার পাশাপাশি মেসিকেই তার দেখা অন‍্যতম সেরা ফুটবলার বলে অভিহিত করেছেন বস্কে।

এটা আর নতুন করে বলতে হবে না যে মেসি বনাম রোনাল্ডোর বিতর্ক এক নতুন মাত্রা পেয়েছে আর্জেন্টিনা ২০২২ এর বিশ্বকাপ জেতার পর। অনেকেই এখন বলা শুরু করেছে এক্ষেত্রে বিশ্বকাপ জেতার পর এব‍্যাপারে এগিয়ে গেছেন মেসি। (Vicente Del Bosque)

আরও পড়ুনঃ AUS vs SA 2022 : গ্রিনের ৫ উইকেট, দ্বিতীয় টেস্টের প্রথম দিন সাউথ আফ্রিকা’কে চাপে ফেললো অস্ট্রেলিয়া

অবশ্য মেসিকে সেরা হিসেবে বাছাই করে নিতে খুব বিশেষ একটা সময় নষ্ট করেননি দেল বস্কে। ২০১০ সালে দেল বস্কের কোচিংয়ে ‌বিশ্বকাপ জিতেছিলো স্পেন। সম্প্রতি একটা সাক্ষাৎকারে তিনি বলেছেন –

“আমার চোখে দেখা অন‍্যতম সেরা ফুটবলার মেসি।

সাতবারের ব‍্যালন ডি’অর জয়ীকে মেসিকে রোনাল্ডোর তুলনায় এগিয়ে রাখা নতুন কোনও বিষয় নয়। এই সাক্ষাৎকারে তিনি বলেছেন, একটা সময় মেসিকে স্পেনের হয়ে খেলার প্রস্তাব দিয়েছিলেন তিনি। কিন্তু মেসি সেই প্রস্তাব মেনে নেইনি, কারণ তিনি নিজের দেশের হয় খেলাকেই অগ্রাধিকার দিয়েছেন এক্ষেত্রে।

আরও পড়ুনঃ Sunil Gavaskar : প্রয়াত হলেন সুনীল গাভাস্কারের মা