Womens T20 World Cup 2023 Points Table – সদ্য আরম্ভ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপে গত রবিবার নিজেদের প্রথম ম্যাচে জিতেছে ভারতের মহিলা ক্রিকেট দল। জয় দিয়ে তারা তাদের বিশ্বকাপের অভিযান শুরু করেছে। নিজেদের প্রথম ম্যাচেই তারা পাকিস্তানের বিরুদ্ধে ১৫০ রানের টার্গেট তাড়া করে জয় পেয়েছে।
আসুন এবার এক নজরে দেখে নেওয়া যাক ভারতের এই জয়ের ফলে এই মুহূর্তে আইসিসি’র এই টুর্নামেন্টের লিগ টেবিলের কী অবস্থা ?
প্রসঙ্গত, বর্তমানে গ্রুপ বি-তে দুই নম্বর জায়গাটা পাকা করেছে হরমনপ্রীতের ভারত। এক ম্যাচে একটিতে জিতে দুই পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দুই নম্বরে রয়েছে তারা। তাদের পয়েন্ট +০. ৪৯৭। এই গ্রুপে এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। তারাও একটি ম্যাচে জিতেছে। তারা ওয়েস্ট ইন্ডিজকে সাত উইকেটে হারিয়েছে। তবে তাদের পয়েন্ট +২.৭৬৭, এই কারণেই তালিকার এক নম্বরে রয়েছে ইংল্যান্ড। (Womens T20 World Cup 2023 Points Table)
গ্রুপ বি-র তিন নম্বরে রয়েছে আয়ারল্যান্ড। তবে তারা এখনও একটি ম্যাচও খেলেনি। তালিকার চার নম্বরে রয়েছে পাকিস্তান। তারা এখনও জয়ের খাতা খুলতে পারেনি। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ তালিকায় সকলের নীচে রয়েছে তাদেরও সংগ্রহ শূন্য। (Womens T20 World Cup 2023 Points Table)
অন্য গ্রুপের কথা বললে, গ্রুপ এ-র শীর্ষে রয়েছে শ্রীলঙ্কার মহিলা দল। প্রথমে দক্ষিণ আফ্রিকা ও পরে বাংলাদেশ তারা দুটি ম্যাচই জিতেছে এবং চার পয়েন্ট নিয়ে গ্রুপ এ-র শীর্ষে রয়েছে।

তালিকায় দুই নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডকে তারা ৯৭ রানে হারিয়ে বড় জয় দিয়ে এই টুর্নামেন্ট শুরু করেছে। এই গ্রুপের তিন নম্বরে রয়েছে দক্ষিণ আফ্রিকা, চার নম্বরে রয়েছে বাংলাদেশ ও পাঁচে রয়েছে নিউজিল্যান্ড। এই তিনটি দল এখনও অবধি একটিও ম্যাচ জিততে পারেনি। (Womens T20 World Cup 2023 Points Table)
এবার আসা যাক ভারত বনাম পাকিস্তান ম্যাচের প্রসঙ্গে, মহিলাদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে সাত উইকেটে হারিয়েছে ভারতের মহিলা ব্রিগেড।
এদিন টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে পাকিস্তান ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৪৯ রান তোলে। টি-টোয়েন্টিতে ভারতের বিরুদ্ধে এটাই ছিল পাকিস্তানের সবচেয়ে বড় স্কোর। জবাবে ১৯ তম ওভারে তিন উইকেট হারিয়ে তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করে নেয় ভারত।
জয়ের জন্য শেষ তিন ওভারে ভারতের প্রয়োজন ছিল ২৮ রান। তবে রিচা ও জেমিমার মনে ছিল অন্য কথা। ম্যাচের ১৮ তম ওভারে টানা তিনটি চার মেরে প্রথম ম্যাচের গতিপথ বদলে দেন রিচা। এরপর ১৯ তম ওভারে জেমিমা তিনটি চার মেরে টিম ইন্ডিয়াকে জয় এনে দেন। (Womens T20 World Cup 2023 Points Table)