Womens Premier League : মেয়েদের আইপিএলে খেলবেন না ঝুলন গোস্বামী

0
12
Womens Premier League :
Womens Premier League : "I think it's too late for me" - Jhulan Goswami confirms she won't participate in WPL

Womens Premier League – প্রথম বারের মেয়েদের আইপিএলে না খেলার ইঙ্গিত দিলেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামী। সদ‍্য একটি সাক্ষাৎকারে ঝুলন গোস্বামীর কাছে জানতে চাওয়া হয়েছিল তিনি এবছর প্রথম বারের মতো অনুষ্ঠিত হতে চলা উমেন্স প্রিমিয়ার লিগে অংশগ্রহণ করবেন কিনা, জবাবে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার বলেছেন,

“অনেক দেড়ি হয়ে গেছে মনে হচ্ছে। যদি আজ থেকে বছর দুয়েক আগে হতো তাহলে খেলতে পারতাম। এখন ভীষণ দেড়ি হয়ে গেছে মনে হচ্ছে।”

একই সাক্ষাৎকারে উপস্থিত ছিলেন ধারাভাষ্যকার আকাশ চোপড়া। তিনি খানিকটা মজা করে ঝুলন কে ফের আন্তর্জাতিক ক্রিকেটে প্রত‍্যাবর্তন করার পরামর্শ দেন। জবাবে ঝুলন মজা করে বলেন, (Womens Premier League)

“ধন্যবাদ আকাশ। তুমি যদি ভারতের কোচ হতে, তাহলে আমি অন্তত বছর দুয়েক খেলতাম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো এর কোনোটাই হবেনা।”

ভারতের মহিলা ক্রিকেটের ইতিহাসে অন‍্যতম অন‍্যতম সেরা পেস বোলার বলা হয় ঝুলন গোস্বামীকে। ২০০২ সালে আন্তর্জাতিক অভিষেক করেন তিনি। ৪০ বছর বয়সী এই ভারতীয় ক্রিকেটার দেশের হয়ে ১২ টা টেস্ট, ২০৪ ওয়ানডে এবং ৬৮ টা টি ২০ ম‍্যাচ খেলেছিলেন। নিয়েছেন ৩৫৫ টা আন্তর্জাতিক উইকেট। (Womens Premier League)

আরও পড়ুনঃ Babar Azam : আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার নির্বাচিত হলেন বাবর আজম

গত বছরে ইংল্যান্ড সফরের পর আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানিয়েছেন ঝুলন গোস্বামী। সেপ্টেম্বর মাসে সেই সফর শেষ হয়েছিল। ইংল্যান্ডের বিপক্ষে ৩-০ ব‍্যবধানে সেই সিরিজ জিতেছিলো ভারত, সিরিজ জয় দিয়ে নিজের আন্তর্জাতিক কেরিয়ারে ইতি টেনেছিলেন ঝুলন।

ওয়ানডে ক্রিকেটে ২৫৫ উইকেট নিয়েছেন ঝুলন। যা মহিলাদের ক্রিকেটের ইতিহাসে সর্বাধিক ওয়ানডে উইকেট নেওয়ার রেকর্ড। ২০০৭ সালে আইসিসির বর্ষসেরা মহিলা ক্রিকেটার হয়েছিলেন ঝুলন গোস্বামী। ২০১০ সালে পান অর্জুন পুরস্কার, ২০১২ সালে পেয়েছেন পদ্মশ্রী।

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : সচিন, কোহলির উত্তরাধিকারী শুভমান গিল, বললেন ভারতের প্রাক্তন নির্বাচক