
গোটা ভারত – নিউজিল্যান্ড (IND vs NZ 2022) সিরিজটাতে বৃষ্টি মারাত্মক প্রভাব ফেলছে। কার্যত এক্ষেত্রে ভিলেন বলা চলে তাকে।
সিরিজের (IND vs NZ 2022) প্রতিটি টি টোয়েন্টি ম্যাচে মারাত্মক প্রভাব ফেলেছে বর্ষা। ওয়েলিংটনে সিরিজের প্রথম টি টোয়েন্টি ভেস্তে গেছিলো, মাউন্ট মানগানুইতে দ্বিতীয় টি ২০ ম্যাচ বৃষ্টির জন্যে দেড়িতে শুরু হয়, তৃতীয় ম্যাচে নেপিয়ারেও বৃষ্টির কাঁটা ছিলো, তাই ডিএলএস পদ্ধতিতে নির্ধারিত হয় ম্যাচের ভাগ্য।
বৃষ্টির জ্বালাতন এখানেই শেষ নয়, এরপর ওয়ানডে সিরিজেও তার প্রভাব পড়েছে, অকল্যান্ডে প্রথম ওডিআই ম্যাচে কোনও সমস্যা না হলেও, রোববার হ্যামিলটনে দ্বিতীয় ম্যাচ চলাকালীন মারাত্মক সমস্যা তৈরী করে বৃষ্টি। বারবার এসে খেলা থামাচ্ছিলো এদিন। (IND vs NZ 2022)
#SanjuSamson helping ground hero's@IamSanjuSamson ❤️ pic.twitter.com/dYbx8tmELL
— Roopesh Raveendra (@RoopeshKadakkal) November 27, 2022
প্রশংসা করতেই হয় গ্রাউন্ডসম্যানদের। তাদের তরফে ম্যাচ আয়োজনের কোনও ত্রুটি রাখা হয়নি এদিন। বৃষ্টির জেরে টানা তিন ঘন্টা খেলা হয়নি এদিন, তারপর মাঠটাকে খেলার মতো পরিস্থিতিতে নিয়ে যাওয়ার জন্যে তারা যে চেষ্টা চালিয়েছিলেন তা এক কথায় অসাধারণ। এদিন খেলার সুযোগ পাননি সঞ্জু স্যামসন, তিনিও নিউজিল্যান্ডের গ্রাউন্ডসম্যান’দের সাথে মাঠ ঠিক করার কাজে নেমে পড়েন এদিন। (IND vs NZ 2022)
এদিন, ম্যাচে (IND vs NZ 2022 ) টসে জিতে ভারতকে ব্যাট করতে পাঠায় নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। ৪.৫ ওভারের পর বিনা কোনও উইকেট হারিয়ে ২২ রান তুলেছিলো ভারত। এরপর বৃষ্টি শুরু হয়। বৃষ্টি থামলে খেলা শুরু হলে ওভারের পরিমাণ কমে দাড়ায় ২৯ -এ।
এরপর খেলা শুরু হলে নিউজিল্যান্ডের পেসার ম্যাট হেনরি তুলে নেয় শিখর ধাওয়ানের উইকেট। মাত্র ৩ রান করে আউট হয়ে যান ধাওয়ান। তারপর দ্বিতীয় উইকেটে শুভমান গিল এবং সূর্য কুমার যাদব মিলে জোড়েন ৬৬ রান। এরপর বৃষ্টি শুরু হলে আর থামার নাম নেই। ম্যাচ বাতিল করতে বাধ্য হন কর্তৃপক্ষ। আগামী বুধবার ক্রাইস্টচার্চে খেলা হবে সিরিজের (IND vs NZ 2022) ওয়ানডে ম্যাচ।
সিরিজের প্রথম ওডিআই ম্যাচে ভারত’কে ৭ উইকেটে হারিয়ে দেয় নিউজিল্যান্ড। কিউয়িরা ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিরিজে। ৫০ ওভার শেষে ৭ উইকেটে ৩০৬ রান তোলে ভারত, হাফ সেঞ্চুরি করেন শ্রেয়স আইয়ার (৮০), শিখর ধাওয়ান (৭২) এবং শুভমান গিল (৫০)। নিউজিল্যান্ডের তরফে তিনটি করে উইকেট নেন লকি ফার্গুসন এবং টিম সাউদি।
ভারতের দেওয়া ৩০৭ রান তাড়া করতে নেমে একটা সময় নিউজিল্যান্ডের স্কোর হয়ে দাড়িয়েছিলো ৩ উইকেটে ৮৮ রান। এরপর চতুর্থ উইকেটে টম ল্যাথাম (১৪৫*) এবং নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন (৯৪*) ২২১ রান জুড়ে ম্যাচ বের করেন। ভারতের তরফে অভিষেক ম্যাচে ২ উইকেট নেন উমরান মালিক।
এর আগে টি টোয়েন্টি সিরিজে ১-০ ব্যবধানে জিতেছিলো ভারত। সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জন্য ভেস্তে গেছিলো। এরপর দ্বিতীয় ম্যাচ ৬৫ রানে জিতেছিলো ভারত, সেঞ্চুরি করেছিলেন সূর্য কুমার যাদব (১১১), ৪ উইকেট নেন দীপক হুডা। তৃতীয় টি টোয়েন্টি বর্ষার জেরে ভেস্তে গেছিলো, ম্যাচে ১৬১ রানতাড়া করতে নেমে একটা সময় ভারতের স্কোর ছিলো ৪ উইকেটে ৭৫ রান, ৯ ওভার শেষে।