Atk Mohun Bagan : বছরের শুরুতে নয়া বিদেশি তারকা হাজির এটিকে মোহনবাগানে

0
26
With the new year new foreign star Slavko Damjanovic appeared at Atk Mohun Bagan
With the new year new foreign star Slavko Damjanovic appeared at Atk Mohun Bagan

কলকাতায় হাজির এটিকে মোহনবাগানের (Atk Mohun Bagan) রক্ষণ ভাগের নতুন মুখ স্লাভকো দামজানোভিচ। ফ্লোরেন্টিন পোগবার বদলে এই সার্বিয়ান ডিফেন্ডারকে দলে নিয়েছে সবুজ মেরুন শিবির।

দামজানোভিচ এসে উপস্থিত হলেও এটিকে মোহনবাগানের (Atk Mohun Bagan) উরুগুয়ের আক্রমণ ভাগের ফুটবলার ফ্রেডরিকো গালেগো এখনো এসে পৌঁছতে পারলেন না। এখনও অবধি ভিসা পাননি তিনি। কবে পাবেন সেটা এখনই জোর দিয়ে বলা যাচ্ছেনা। এদিকে আগামী ৫ ই জানুয়ারি থেকে পুরোদমে অনুশীলনে নামবে এটিকে মোহনবাগান। শোনা যাচ্ছে তার আগে এই ফুটবলার কে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।

মঙ্গলবার’ই কোচ জুয়ান ফেরান্দো দলের চোটাঘাতে ভোগা ফুটবলার মনবীর, দীপক, ইঙ্গসেন দের নিয়ে প্রাক্টিসে নামছে। বাকি ফুটবলার’রা যারা সম্পূর্ণ ভাবে ফিট তারা আগামী ৪ ই জানুয়ারি অবধি বিশ্রামে থাকবেন। (Atk Mohun Bagan)

বর্তমানে ইন্ডিয়ান সুপার লিগে এটিকে মোহনবাগানের পয়েন্ট সংখ্যা ২৩, আগামী ১৪ ই জানুয়ারি মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে কঠিন ম‍্যাচ। কোচ জুয়ান ফেরান্দো চান চোট সমস্যা কাটিয়ে একটা পূর্ণ শক্তির দল নিয়ে নামতে।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : “শ্রীলঙ্কা’কে স্লেজ করার প্রয়োজন নেই, আমাদের বডি ল‍্যা‌ংগুয়েজ যথেষ্ট” : হার্দিক পান্ডিয়া 

স্লাভকোর আইএসএলে খেলার অভিজ্ঞতা আছে। ২০২১-২২ মরশুমে চেন্নাইয়ান এফসিতে খেলেছিলেন তিনি। ইদানিং যোগ দিয়েছিলেন সার্বিয়ার ক্লাব নোভি পাজারে। সেখান থেকে এটিকে মোহনবাগানে এলেন। একটি ভিডিও বার্তায় তিনি বলেছেন –

“সবুজ মেরুন জার্সি গায়ে খেলতে নামার জন্যে মুখিয়ে আছি আমি। এর আগে চেন্নাইয়ানে খেলেছিলাম, তাই আইএসএল এবং এটিকে মোহনবাগান, দুটো বিষয় সম্পর্কেই ধারণা স্পষ্ট আমার। কোচ সুযোগ দিলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।”

আরও পড়ুনঃ Jaydev Unadkat : রঞ্জিতে দিল্লির বিরুদ্ধে হ‍্যাটট্রিক সহ ৬ উইকেট নিলেন জয়দেব উনাদকাট