WIPL : কবে বসতে চলেছে মেয়েদের আইপিএলের নিলাম ? জানুন বিস্তারিত

0
19
WIPL : When is the women's IPL auction going to be held? Know the details
WIPL : When is the women's IPL auction going to be held? Know the details

WIPL – ইতিমধ্যে জোরকদমে ভারতীয় ক্রিকেট বোর্ড মেয়েদের টি টোয়েন্টি ফ্রাঞ্চাইজি লিগ আয়োজন করার বিষয় জোর কদমে কাজ চালাচ্ছে। পাঁচ ক্লাব বিশিষ্ট এই লিগের নাম হতে চলেছে উমেন্স টি টোয়েন্টি লিগ। সম্ভবত ফেব্রুয়ারি মাসে আয়োজন করা হবে এই লিগের নিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ধাঁচেই আয়োজন করা হবে এই লিগ।

আগামী ২৬ শে জানুয়ারি বিকেল ৫ টার মধ্যে নিলামে নাম লেখাতে হবে লিগে অংশগ্রহণকারী সমস্ত ক্রিকেটারদের। ২০১৮ সালে দুই দল নিয়ে শুরু হয়েছিল ‘দ‍্য উমেন্স টি টোয়েন্টি চ‍্যালেঞ্জ’, ২০১৯ সাল থেকে তিন দলের হয়। এরপর ২০২০ এবং ২০২২ সালে আরো দুটো সংস্করণের আয়োজন করা হয়েছিল। (WIPL)

শোনা যাচ্ছে ভারতীয় ক্রিকেটারদের বেস প্রাইস রাখা হয়েছে ৩০, ৪০ এবং ৫০ লাখ টাকা। এখনও অবধি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ না পাওয়া ক্রিকেটারদের বেস প্রাইস রাখা হয়েছে ১০ লাখ এবং ২০ লাখ। কোনও এজেন্ট বা ম‍্যানেজার মারফত নয়, ক্রিকেটারদের লিগে নাম লেখাতে হবে সরাসরি নিজ রাজ‍্যের ক্রিকেট সংস্থা মারফত। (WIPL)

গতবছর ফেব্রুয়ারি মাসে প্রাক্তন ভারতের ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় বলেছিলেন, ২০২৩ সালেই মহিলাদের আইপিএল আয়োজন করা হবে। এরপর আগষ্ট মাসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, মার্চ মাসে আয়োজন করা হবে এই লিগ। মহিলাদের ক্রিকেট ক‍্যালেন্ডার দেখে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : উমরানের উন্নতি দেখে খুশি ওয়াসিম জাফর

উমেন্স টি টোয়েন্টি লিগ আয়োজন করার খব‍র প্রকাশ‍্যে আসার প‍র থেকে প্রতিটি আইপিএল ফ্রাঞ্চাইজি গুলো তাদের ট‍্যালেন্ট স্কাউটদের পাঠিয়েছে উঠতি ক্রিকেটারদের খোঁজে যাদের তারা দলে নেবেন আসন্ন এই লিগের জন্যে।

রাজস্থান রয়‍্যালস, মুম্বাই ইন্ডিয়ান্স, কলকাতা নাইট রাইডার্স, রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর এবং পঞ্জাব কিংস – উমেন্স লিগে দল নেওয়ার ব‍্যাপারে আগ্রহী। ২০১৭ সালের ওয়ানডে বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল ভারতের মহিলা ক্রিকেট দল। এরপর থেকে মহিলা আইপিএল আয়োজন করার বিষয় দাবী উঠেছিলো। মিডিয়া রাইটস নেওয়ার জন্যে গত মাসে ভারতীয় ক্রিকেট বোর্ড বিড ইনভাইট দিয়েছে। পাঁ ম‍্যাচের এই টুর্নামেন্ট ২০২৩ থেকে ২০২৭ অবধি।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : সূর্যের ব‍্যাট দেখে কথা হারিয়েছেন গম্ভীর