
WI vs IND 2023 – মার্চের শেষ থেকে শুরু হচ্ছে আইপিএল। দু মাস ব্যাপী আইপিএল খেলার পরেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলতে ইংল্যান্ডে যাবে ভারত। সেখানে ওভালে অজিদের বিরুদ্ধে ফাইনাল খেলার পর জুলাই আগস্ট মাসে ক্যারিবিয়ান সফরে যাবে টিম ইন্ডিয়া।
সেই সফরে প্রথমে ভারতীয় দলের খেলার কথা ছিল ৩টি T20I ম্যাচের সিরিজ। তবে বিসিসিআই সূত্রের খবর অনুযায়ী তিনটির বদলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পাঁচ ম্যাচের সিরিজ খেলতে পারে ভারতীয় দল। (WI vs IND 2023)
ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী ইতিমধ্যেই ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ এবং বিসিসিআইয়ের মধ্যে আলোচনা হয়েছে বিষয়টি নিয়ে। দুই পক্ষ নাকি এই বিষয়ে সম্মতও হয়েছে। ফলে এবার তিন ম্যাচের বদলে হবে পাঁচ ম্যাচের T20I সিরিজ। (WI vs IND 2023)
পাশাপাশি এই সিরিজে ভারতীয় দল দুটি টেস্ট এবং তিনটি ওয়ানডে খেলবে। ফলে গোটা সফরে তিনটি ফর্ম্যাট মিলিয়ে ভারতীয় দল মোট ১০টি ম্যাচ খেলবে। এর পাশাপাশি ভারত নিজেদের দেশের মাটিতেও একটি সিরিজ জুন মাসে আয়োজন করার চেষ্টা করছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে যাওয়ার পরে এই সিরিজ আয়োজনের ভাবনা ভাবছে বিসিসিআই। ৭-১১ জুন ওভালে অনুষ্ঠিত হবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ফলে এরপরেই ঘরোয়া সিরিজ আয়োজন করতে পারবে ভারতীয় দল। (WI vs IND 2023)
আরও পড়ুনঃ Suryakumar Yadav : সমালোচনায় বিদ্ধ সূর্যের পাশে দাঁড়ালেন ভারতের প্রাক্তন তারকা যুবরাজ সিং
যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে শ্রীলঙ্কা অথবা আফগানিস্তান দল ভারত সফরে আসতে পারে। দুই দেশের মধ্যে তিনটি একদিনের ম্যাচের সিরিজ খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল হয়ে যাওয়ার পরে যে ফাঁকা সময়টা বিসিসিআই পাচ্ছে ওই সময়েই তারা এই সিরিজ আয়োজন করতে চাইছে। ক্রিকবাজের রিপোর্ট অনুযায়ী বেশ কয়েকটি দেশের বোর্ডের সঙ্গে এই বিষয়ে আলোচনা হয়েছে। (WI vs IND 2023)
তবে এখনও বিসিসিআইয়ের তরফে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। পাশাপাশি বিসিসিআইকে এই মুহূর্তে খুঁজে নিতে হবে নয়া ব্রডকাস্টারও । কারণ ভারত বনাম অস্ট্রেলিয়া সিরিজ পর্যন্ত বিসিসিআইয়ের ব্রডকাস্টারদের সঙ্গে চুক্তি রয়েছে।
আরও পড়ুনঃ Team India : একটা সময় বিরাটের উপর মারাত্মক চোটে ছিলেন সেহওয়াগ ! জানুন বিস্তারিত