Suresh Raina – ২০২০ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি, দেশের হয়ে শেষ ম্যাচ খেলার বছর খানেক পর। ২০২০ সালে ১৫ ই আগষ্ট ইনস্টাগ্রামে একটি পোস্ট দিয়ে নিজের অবসর নেওয়ার খবর জানিয়ে ছিলেন ধোনি। তিনি লিখেছিলেন –
“এযাবৎ আপনাদের সকল ভালোবাসা এবং পাশে থাকার জন্যে খুব ধন্যবাদ, আমাকে এখন থেকে অবসর প্রাপ্ত ক্রিকেটার হিসেবে ধরুন।” ধোনির এমন ভাবে অবসর নেওয়ার ব্যাপারটা অবাক করেছিলো সকলকে। কারণ তারা প্রত্যাশা করেননি ধোনির মতো একজন ক্রিকেটার এমন ভাবে অবসর নেবেন। ধোনি সোশ্যাল মিডিয়া খুব বিশেষ একটা ব্যবহার করেনা, কিন্তু নিজের অবসর নেওয়ার খবর তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছিলেন। (Suresh Raina)
ধোনির অবসর নেওয়ার খবর হজম করার আগেই ফের আরেকটা ধাক্কা খায় ফ্যানেরা, ধোনির দীর্ঘদিনের ভারত এবং চেন্নাই সুপার কিংস দলের সতীর্থ সুরেশ রায়না অবসর ঘোষণা করেন। ধোনি মতো তিনিও সোশ্যাল মিডিয়ায় এই খবর ঘোষণা করেছিলেন। (Suresh Raina)
ধোনির অবসর নেওয়ার ব্যাপরাটা বেশ খানিকটা প্রত্যাশিত ছিলো, কারণ ওই সময় দীর্ঘ দিন ধরে ধোনির অবসর নেওয়ার ব্যাপারে আলোচনা চলছিলো। তবে রায়নার খেলা ছাড়াটা অবাক করেছিল সকলকে। মাত্র ৩৩ বছর বয়স হয়েছিল তার।এখনও তার অনেক ক্রিকেট খেলা বাকি ছিলো, তবুও অবসর নিয়েছিলেন তিনি। ওই ঘটনার আড়াই বছর কেটে যাওয়ার পর অবশেষে তার কারণ জানালেন এই তারকা প্রাক্তন ভারতীয় অলরাউন্ডার। (Suresh Raina)
আরও পড়ুনঃ MS Dhoni : ধোনিকে “জীবন্ত কিংবদন্তি” বললেন ক্রিস গেইল
Sports Tak কে একটি সাক্ষাৎকারে সুরেশ রায়নার কাছে প্রশ্ন করা হয়েছিল কেনো তিনি ধোনির অবসর নেওয়ার সাথে সাথে অবসর ঘোষণা করেছিলেন। তার ব্যাক্ষা দিতে গিয়ে এই বাঁ হাতি ব্যাটার বলেছেন –
“আমরা একসাথে অনেক ম্যাচ খেলেছি। আমি ভাগ্যবান যে ধোনির সাথে দেশ এবং চেন্নাই সুপার কিংসে খেলতে পেরেছি। আমরা একে অপরকে খুব ভালোবাসি। আমি এসেছি গাজিয়াবাদ থেকে, ধোনি রাঁচি থেকে। আমি আগে ধোনির জন্যে খেলেছি, তারপর দেশের হয়ে। এটাই আমাদের যোগবন্ধন।আমরা একসাথে প্রচুর ফাইনাল খেলেছি। বিশ্বকাপ জিতেছি। ও একজন দারুণ অধিনায়ক এবং একজন ভালো মানুষ।”
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনি নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দলের অন্যতম সদস্য একজন সুরেশ রায়না। চেন্নাই কিংসের ক্রিকেটার হিসেবে চারটি আইপিএল জিতেছেন ২০০৮ থেকে ২০২১ অবধি।