
Indian Cricket Team – আইপিএলের আসরে ধাওয়ান অত্যন্ত পরিচিত নাম, কিন্তু দেশের হয়ে শেষ টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০২১ সালের জুলাই মাসে। বর্তমানে শুভমান গিল, ইশান কিষাণদের টি ২০ দলের ওপেনার পরিকল্পনায় রেখেছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। তাই ধাওয়ান বাতিলের খাতায়।
কিন্তু প্রাক্তন ভারত তারকা মহম্মদ কাইফের মতে ধাওয়ানের এখনও জাতীয় টি ২০ দলে সুযোগ পাওয়া উচিত, তিনি বলেন –
“ধাওয়ান যেটা পাওয়ার দাবী রাখে, তাকে সেটা কখনও দেওয়া হয়নি। এক ফর্ম্যাটে খেলার মধ্যে ওকে সীমাবদ্ধ করে রাখা হয়েছে। এটা ঠিক নয়। বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় সুযোগ দিলে ও ব্যর্থ হতো সেটা মানিনা আমি। কারণ বাউন্সি পিচে ভালো খেলে ও।
হয়তো অন্য কোনও কারণে ওকে টি ২০ দলে সুযোগ দেওয়া হয়না, কিন্তু আমার মনে হয়, ওর খেলা উচিত। টেস্টে বাদ দিন, কিন্তু সাদা বলের দুই ফর্ম্যাটে এখনও খেলার দাবি রাখে ও।”
আসন্ন নিউজিল্যান্ড সফরে ওডিআই সিরিজে ধাওয়ান নেতৃত্ব দেবেন ভারতীয় দলকে (Indian Cricket Team)। এখনো অবধি ১৭৫৯ রান টি ২০ তে করেছেন ধাওয়ান, ২৭.৯২ গড়ে, ১২৬.৩৬ স্ট্রাইক রেটে।
Who are we? Champions 🏆 #IndVsWI #TeamIndia pic.twitter.com/FVtcmjB862
— Shikhar Dhawan (@SDhawan25) July 28, 2022
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : কার্তিক চান টি ২০’তে ওপেন করুক পন্ত
নিউজিল্যান্ডের মাটিতে শেষ বার ওয়ানডে সিরিজ খেলার অভিজ্ঞতা ভালো নয় ভারতের। ২০১৯-২০ মরশুমে কিউয়ি’দের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া (Indian Cricket Team)। ধাওয়ান নেতৃত্বাধীন ভারতের কাছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে যথাক্রমে ২৫, ২৭ এবং ২৯ শে নভেম্বর।
Squad for NZ T20Is vs Indian Cricket Team :
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
Squad for NZ ODIs vs Indian Cricket Team :
Shikhar Dhawan (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.