IND vs AUS 2023 : কে এল রাহুলকে বাদ দিতে সমস্যা কোথায় ? টিম ম‍্যানেজমেন্ট কে প্রশ্ন করলেন কপিল দেব

0
89
Where is the problem to exclude KL Rahul? Kapil Dev questioned the team management ahead of IND vs AUS 2023 Test Series
Where is the problem to exclude KL Rahul? Kapil Dev questioned the team management ahead of IND vs AUS 2023 Test Series

IND vs AUS 2023 – ভারতের টেস্ট দলের সহ অধিনায়ক হওয়ার সুবাদে খুব সহজেই নাগপুরে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট ম‍্যাচের প্রথম একাদশে কে এল রাহুলের সুযোগ পাওয়াটা ঠিক হবেনা, এমনটাই মনে করেছে কিংবদন্তি ভারতীয় অলরাউন্ডার কপিল দেব

ইতিমধ্যে বিতর্ক জারি আছে যে ভারত রোহিত শর্মার সাথে শুভমান গিল এবং কে এল রাহুলের মধ্যে করা ওপেন করা উচিত হবে ভারতের বিপক্ষে। কপিল দেব বলেছেন সঠিক কম্বিনেশন বাছাই করাটাই অন‍্যতম লক্ষ‍্য থাকা উচিত টিম ম্যানেজমেন্টের, এক্ষেত্রে দলের সহ অধিনায়ক কে সেটা দেখার কোনও মানে হয়না।

একটি সাক্ষাৎকারে কপিল দেব বলেছেন – (IND vs AUS 2023)

“রাহুল বাদ পড়বেনা কেনো ? এরকম কোনও নিয়ম থাকা উচিত নয়। টিম কম্বিনেশনের দিকেও তো নজর দিতে হবে, যেটা আমাদের খুবই প্রয়োজন। আমার তারতীয় ক্রিকেটে কখনো মনে হয়নি ভাইস ক‍্যাপ্টেন বলে কোনো পদ আছে। আমাদের খেলার সময় প্রতি ম‍্যাচে ভাইস ক‍্যাপ্টেন বদলাতো।”

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পিচ নিয়ে কান্নাকাটি করা আসলে অস্ট্রেলিয়ার চালাকি, বিস্ফোরক মন্তব্য গাভাস্কারের

৯ ই ফেব্রুয়ারি নাগপুরে বিদর্ভ ক্রিকেট সংস্থা স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচ খেলতে নামবে ভারতীয় ক্রিকেট দল।

India’s Test squad for the first two Tests of IND vs AUS 2023 Test Series :

Rohit Sharma (Captain), KL Rahul (vice-captain), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, KS Bharat (wk), Ishan Kishan (wk), R. Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Ravindra Jadeja, Mohd. Shami, Mohd. Siraj, Umesh Yadav, Jaydev Unadkat, Suryakumar Yadav.

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : পন্তকে মিস করবে গোটা দল, অসিদের বিরুদ্ধে লড়াইয়ে নামার আগে বললেন রোহিত শর্মা