Messi – ৩ রা জানুয়ারি, মঙ্গলবার, প্যারিস সাঁজাতে প্রাক্টিসে ফিরেছেন লিওনেল মেসি। এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট ফ্রেঞ্চ ক্লাবের কোচ ক্রিস্টোফে গালতিয়ের। গতবছর ডিসেম্বর মাসে ফিফা বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা, তাই ফ্রান্সে পা রাখার সাথে সাথে রাজকীয় অভ্যার্থনা পাবেন মেসি। এমনটাই প্রত্যাশা রাখছেন সকলে।
আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানোর পর থেকে এখনো ছুটির মেজাজে আছেন মেসি। তবে এবার ছুটি ফুরিয়েছে তার। ফ্রান্সে খুব শীঘ্রই ফিরে আসবেন তিনি, পিএসজিতে খেলতে। (Messi)
মেসির খুব শীঘ্রই প্যারিস সাঁজাতে যোগ দেওয়ার খবর স্বীকার করে নিয়ে ক্লাবের কোচ গালতিয়ের বলেছেন, খুব শীঘ্রই আর্জেন্টিনার মহাতারকা এই ফুটবলার ক্লাবের অনুশীলনে ফিরবেন। সদ্য ফরাসি লিগের দ্বিতীয় স্থানে থাক লেন্সের কাছে হেরেছিলো প্যারিস সাঁজা, তারপর সাংবাদিকদের মেসির ক্লাবের কোচ বলেছেন –
“আমরা মেসিকে ওয়েলকাম জানানোর জন্য মুখিয়ে আছি। ৩ রা জানুয়ারি ক্লাবে আসবেন মেসি। তাকে রাজকীয়ভাবে পার্ক দে প্রিন্সেসে বরণ করে নেওয়া হবে।”
Après sa 1e défaite sur le banc du PSG, Christophe Galtier n'était pas content de son équipe sur de nombreux points. Il a aussi évoqué Mbappé et Messi ou encore la course au titre. Ses propos complets ⤵️ https://t.co/ZrjnlIfX2P
— CulturePSG (@CulturePSG) January 2, 2023
তার রেশ কাটার আগেই এখন শোনা যাচ্ছে ১৯ শে জানুয়ারি একটি ফ্রেন্ডলি ম্যাচে পিএসজি এবং আল নাসেরের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ ম্যাচ খেলা হবে এবং সেই ম্যাচে মেসি – রোনাল্ডো একে অপরের মুখোমুখি হতে চলেছে।
প্রসঙ্গত, নতুন বছরকে শুভেচ্ছা জানিয়ে ইনস্টাগ্রামে আবেগঘন পোস্ট করলেন লিওনেল মেসি। প্যারিস সাঁজাতে প্রথম বছরটা খারাপ কাটলেও দ্বিতীয় বছরটা দুর্দান্ত কেটেছে মেসির। এছাড়া তার এই বছর স্মরণীয় হয়ে থাকবে অবশ্যই বিশ্বকাপ জেতার জন্যে। মেসি ২০২২ ব্যালন ডি’অঁর এর তালিকায় মনোনয়ন পাননি তিরিশ জনের প্রাথমিক তালিকায়।
২০২২ সালে কাতারে তৃতীয় বার ফুটবল বিশ্বকাপ জিতেছিলো আর্জেন্টিনা। গোটা টুর্নামেন্টে সাতটা গোল করার পাশাপাশি তিনটি গোল করিয়েছিলেন মেসি। পেয়েছিলেন গোল্ডনবল। (Lionel Messi)
আরও পড়ুনঃ Rishabh Pant : পন্তের দুর্ঘটনায় উদ্বিগ্ন কপিল দেব, দিলেন তাকে মুল্যবান পরামর্শ
তার এই সমস্ত অ্যাচিভমেন্টস, পরিবার, ভালোবাসার মানুষ এবং সমস্ত সমর্থকদের ইনস্টাগ্রাম পোস্টে সকলকে উৎসর্গ করেছিলেন মেসি (Lionel Messi)। সপরিবারে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন তিনি, তার বক্তব্য –
“বছরটা কোনও দিন ভুলবোনা আমি। যে স্বপ্নের পিছনে ছুঁটে গেছি আজীবন আজ অবশেষে তার পূরণ করতে পারলাম। তবে গোটা পরিবারের সাথে এই জয় উদযাপন করতে না পারলে এই জয়ের কোনও মূল্য থাকতোনা। এই জয় সবার, আমার বন্ধু, ভক্ত, সকলের।
আমাকে যারা ফলো করেন, যারা প্রতি মুহূর্তে আমার পাশে থাকে তাদের বিশেষ ধন্যবাদ। সবার সাথে এই পথটুকু পেরোতে পাওয়ার জন্যে খুবই ভাগ্যবান মনে করি নিজেকে।”
বার্সেলোনার প্রাক্তন তারকা তার পোস্টের শেষে সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন, তিনি বলেছেন –
“এতো মানুষের প্রার্থনা না থাকলে এই জয় অর্জন করা সম্ভব হতোনা আমার পক্ষে। সবাই নতুন বছরে সুস্থ, সবল এবং নিরাপদ থাকুন। সবাইকে নতুন বছরের অনেক শুভেচ্ছা।”