
BAN vs IND 2022 – বৃহস্পতিবার ভারত – বাংলাদেশ টেস্টের দ্বিতীয় দিন চট্টগ্রামে মহম্মদ সিরাজ নিয়েছিলো তিন উইকেট। এদিন খেলা চলাকালীন সিরাজ লিটন বাক বিতন্ডতায় জড়িয়েছিলো।
সিরাজের একটি ডেলিভারি শট পয়েন্টের দিকে পাঠিয়ে দেয় লিটন। এমন সময় সেই ভারতীয় বোলার বাংলাদেশের ব্যাটারের উদ্দেশ্যে কিছু একটা বলেন, যেটাকে খুব একটা ভালো ভাবে নেননি লিটন। তিনিও পাল্টা দেন। দুজনকে সামলাতে মাঝে ঢুকতে হয় আম্পায়ারকে। (BAN vs IND 2022)
এদিনের খেলা শেষে সিরাজের কাছে জানতে চাওয়া হয়েছিল, ঠিক কি বিষয় কথা হয়েছিল লিটনের সাথে। জবাবে তিনি বলেন –
“আসলে তেমন কিছু বলিনি। আমি বলছিলাম এটা টি টোয়েন্টি ক্রিকেট নয়। এটা টেস্ট ক্রিকেট, বুদ্ধি প্রয়োগ করে খেলতে বলেছিলাম।”
𝙎𝙞𝙧𝙖𝙟 𝙝𝙖𝙨 𝙩𝙝𝙚 𝙡𝙖𝙨𝙩 𝙡𝙖𝙪𝙜𝙝
— Sony Sports Network (@SonySportsNetwk) December 15, 2022
The speedster was difficult to contain as he rattled @LittonOfficial's stumps, eventually picking up 3 before the end of Day 2 🤩🔥
Rate @mdsirajofficial's bowling effort from 1️⃣-1️⃣0️⃣?#BANvIND #SonySportsNetwork #MohammedSiraj pic.twitter.com/kdEt38w0ls
The Indian bowlers wreaked havoc on the 🇧🇩 batters on Day 2️⃣ of the 1st Test in Chattogram 🙌
— Sony Sports Network (@SonySportsNetwk) December 15, 2022
Who impressed you the most?👀💬#SonySportsNetwork #BANvIND #AsliSher pic.twitter.com/mvRFaHuFgs
প্রসঙ্গত, দ্বিতীয় দিনের খেলা শেষে ম্যাচের রাশ সম্পূর্ণ ভারতের হাতে। দ্বিতীয় দিনের খেলা শেষে বাংলাদেশের স্কোর ৮ উইকেটে ১৩৩ রান। প্রথম ইনিংসে ভারতের তোলা রানের থেকে আপাতত ২৭১ রান পিছিয়ে টাইগাররা, হাতে রয়েছে ২ উইকেট। ভারতের হয়ে এদিন দুর্দান্ত বোলিং পারফরম্যান্স দিয়েছেন কূলদীপ যাদব (৪/৩৩) এবং মহম্মদ সিরাজ (৩/১৪)।
বল হাতে দারুণ শুরুয়াত করেছিল সিরাজ। ইনিংসের প্রথম বলেই বাংলাদেশের নাজমুল হাসান শান্ত’কে গোল্ডেন ডাক করে। অফ স্টাম্পের বাইরের একটি ডেলিভারি ঠিকঠাক সামাল দিতে পারেননি শান্ত। এরপর উমেশ যাদবের আগুনে ডেলিভারি সামাল দিতে গিয়ে ইনসাইড এজ হয়ে ফেরেন ইয়াসির আলী, মাত্র ৪ রান করে। (BAN vs IND 2022)
কাউন্টার এ্যাটাক করার সিদ্ধান্ত নেন লিটন দাস। উমেশ’কে টানা তিনটি চার মারেন তিনি। কিন্তু শেষ অবধি মহম্মদ সিরাজের কাছে হার মানেন তিনি। আউট হওয়ার আগের বলে লিটন সিরাজের সাথে কথা কাটাকাটি’তে জড়িয়েছিলো। তারপরের বলে লিটনের উইকেট তুলে নিয়ে মোক্ষম জবাব দেয় সিরাজ। (BAN vs IND 2022)
সিরাজ এদিন আউটসাইড অফস্টাম্পের একটি লেংথ ডেলিভারি’তে জাকির হাসানের (২০) উইকেট ও তুলে নিয়েছিলো। তার রেশ কাটতে না কাটতেই বিরাট ঝটকা দেন কূলদীপ যাদব, বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের (৩) উইকেট তুলে নিয়ে। (BAN vs IND 2022)
এদিন কূলদীপের দ্বিতীয় শিকার নুরুল হাসান (১৬), অবশ্য এক্ষেত্রে শর্ট লেগে ফিল্ডিং করা শুভমান গিলের রিফ্লেক্সেনের প্রশংসা করতে হয়। এরপর’ও জারি থাকে বাংলাদেশের দুঃস্বপ্নের ব্যাটিং, ফের কূলদীপ তুলে নেন আরও একটি উইকেট বাংলাদেশের অভিজ্ঞ উইকেট কিপার – ব্যাটার মুশফিকুর রহিমের (২৮) উইকেট নিয়ে, এরপর তাইজুল কেও ফেরান ভারতের এই চায়নাম্যান বোলার।
এর আগে এদিন, ব্যাট হাতে দুর্দান্ত পারফরম্যান্স দিয়েছেন ভারতের অভিজ্ঞ অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। ডানহাতি ব্যাটার এই ব্যাটার এদিন ১১৩ বলে ৫৮ রানের ইনিংস খেলেছিলেন।
অষ্টম উইকেটে কুলদীপ যাদবের সাথে জুঁটিতে জুড়েছিলেন গুরুত্বপূর্ণ ৯২ রান। গোটা সেশন জুড়ে বেশ নিয়ন্ত্রিত ব্যাট করেছেন এই অফ স্পিনার। (BAN vs IND 2022)
টেস্ট ক্রিকেটে অশ্বিনের ব্যাটিং পারফরম্যান্স বেশ প্রশংসনীয়। এখনও অবধি ৮৭ টা ম্যাচ খেলে তিনি করেছেন ২৮৮৯ রান। পাঁচটি সেঞ্চুরি এবং তেরোটা হাফ সেঞ্চুরি সহ। (BAN vs IND 2022)
আরও পড়ুনঃ Kane Williamson : নিউজিল্যান্ডের টেস্ট ক্যাপ্টেন্সি ছাড়লেন কেন উইলিয়ামসন
ম্যাচে যেখানে ভারতের তিন প্রথম সারির ব্যাটার শুভমান গিল (২০), কে এল রাহুল (২২) এবং বিরাট কোহলি ব্যর্থ তখন, এমন কঠিন মূহুর্তে অশ্বিনের এহেন ব্যাটিং পারফরম্যান্স দেখে পুলকিত ভারতীয় ক্রিকেট সমর্থক’রা। সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের ভূয়সী প্রশংসা করেছেন তারা। (BAN vs IND 2022)
অশ্বিনের দুর্দান্ত ইনিংসের পাশাপাশি কুলদীপের ইনিংস’ও প্রশংসনীয়। ১১৪ বলে ৪০ রান করেছেন তিনি পাঁচটি চার সহযোগে। দুজন মিলে ভারতের স্কোর কে ৪০৪ রানে পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলো।
India Playing XI for BAN vs IND 2022 :
Shubman Gill, KL Rahul(c), Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant(w), Axar Patel, Ravichandran Ashwin, Kuldeep Yadav, Umesh Yadav, Mohammed Siraj.
Bangladesh Playing XI for BAN vs IND 2022 :
Zakir Hasan, Najmul Hossain Shanto, Litton Das, Shakib Al Hasan(c), Mushfiqur Rahim(w), Yasir Ali, Nurul Hasan, Mehidy Hasan Miraz, Taijul Islam, Khaled Ahmed, Ebadot Hossain.
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : “প্রথম দুই ওভার নার্ভাস ছিলাম” : বললেন কূলদীপ যাদব