
পাকিস্তানের মাটিতে সদ্য সমাপ্ত টেস্ট সিরিজে ৩-০ ব্যবধানে জিতেছে ইংল্যান্ড ক্রিকেট দল। (PAK vs ENG 2022) বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড হোয়াইটওয়াশ করেছে পাকিস্তান’কে। আর দলের এই অনবদ্য জয়লাভের পর ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম জানিয়ে দিলেন দলের এই অনবদ্য সাফল্যের নেপথ্যের কারণ।
তার মতে ব্যর্থতার ভয় কেটে যাওয়ার ব্যপারটাই, ইংল্যান্ড’কে সাফল্য পেতে সাহায্য করেছে। তার পাশাপাশি ভয়ডরহীন ক্রিকেট’টা খেলাতেই এই সাফল্য পাচ্ছে ইংল্যান্ড দল। এমনটাই মনে করেন ব্রিটিশ কোচ ব্রেন্ডন ম্যাককালাম। (PAK vs ENG 2022)
প্রসঙ্গত, মঙ্গলবার করাচি টেস্টে ম্যাচ জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ১৬৭ রান। মাত্র দুই উইকেট হারিয়েই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যায় ইংল্যান্ড। ম্যাচ শেষে Sky Sports’কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাককালাম বলেন –
“আমাদের দলটা হল আমাদের অধিনায়কের প্রতিচ্ছবি। অধিনায়ক চায় দলের সমস্ত ক্রিকেটার’রা মাঠে নেমে স্বাধীনতার সঙ্গে খেলুক। ও (স্টোকস) বুঝেছে চাপটা সরিয়ে দিলে ক্রিকেটার’রা কতো ভালো পারফরম্যান্স করতে পারে। ও বুঝেছে চাপটা সরিয়ে দিলে সকলের প্রতিভা বেরিয়ে আসে। আমরা গত ৭-৮ মাসে এই জিনিসটা লক্ষ্য করেছি।
আমরা এটাও বুঝেছি যে ইংল্যান্ডে স্কিল এবং প্রতিভার কোনো অভাব নেই। (PAK vs ENG 2022) দল হিসেবে ইংল্যান্ড যে কতোটা উন্নতি করেছে, তা বোঝা যায় একটি পরিসংখ্যানের দিকে তাকালেই। এর আগে ইংল্যান্ড, পাকিস্তান সফরে এসে দুটি টেস্ট জিতেছিল। আর সদ্য শেষ হওয়া সিরিজেই তারা জিতেছে তিনটি টেস্ট ম্যাচ।”
A 3-0 series whitewash!! 🦁🦁🦁
— England Cricket (@englandcricket) December 20, 2022
WHAT. A. TEAM.
🇵🇰 #PAKvENG 🏴 pic.twitter.com/wHbbq6SiyC
প্রসঙ্গত, চলতি ক্যালেন্ডার বর্ষে এটি অধিনায়ক বেন স্টোকসের নবম টেস্ট ম্যাচ জয়। বিশ্ব ক্রিকেটের ইতিহাসে তিনি সপ্তম অধিনায়ক যিনি এই নজির গড়লেন। রিকি পন্টিং, মাইকেল ভন, গ্রেম স্মিথ, স্টিভ ওয়া, বিরাট কোহলি, ক্লাইভ লয়েড’দের এলিট লিস্টে নিজের নাম লেখালেন বেন স্টোকস। (PAK vs ENG 2022)
যারা অধিনায়ক হিসেবে এক ক্যালেন্ডার বর্ষে ৯ টা বা তার বেশি টেস্টে জিতেছেন। রিকি পন্টিং এই তালিকায় থাকা একমাত্র ক্রিকেটার, যিনি দুবার এই নজির স্পর্শ করেছেন।
আরও পড়ুনঃ Kapil Dev : হঠাৎ খেলোয়াড়’দের চাপ নিয়ে ক্ষোভে ফেটে পড়লেন কপিল দেব ! বললেন….