বিশ্বকাপ (FIFA World Cup 2022) শুরু আগে দলের উদ্দেশ্যে বিশেষ বার্তা দিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। আগামী ২৪ শে নভেম্বর ঘানার বিরুদ্ধে ম্যাচের মধ্যে দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে পর্তুগাল।
প্রথম ম্যাচে খেলা আগে সোশ্যাল মিডিয়ায় একটি বিশেষ বার্তা রেখেছেন রোনাল্ডো, তিনি বলেন –
“দারুণ এনার্জি, অসাধারণ অনুভব, দলের কমিন্টমেন্ট এবং মনোযোগ সবার এক। ইচ্ছায় ফোকাস রাখি, বিশ্বাস করি। যেখানেই যাইনা, পর্তুগাল সব সময়।”
ঘানার বিরুদ্ধে ম্যাচের পর ২৮ শে নভেম্বর উরুগুয়ে এবং ২ রা ডিসেম্বর সাউথ কোরিয়ার বিরুদ্ধে পরের দুই ম্যাচ খেলবে পর্তুগাল। (FIFA World Cup 2022)
Boas energias, boas sensações, o mesmo empenho e a mesma concentração de que colocamos em cada desafio. Foco! Vontade! Crença! Seja onde for, Portugal, sempre!🇵🇹🙏🏽 pic.twitter.com/tWgeKBRG3J
— Cristiano Ronaldo (@Cristiano) November 20, 2022
২০১৮ সালের বিশ্বকাপে (FIFA World Cup 2022) দুর্দান্ত শুরুয়াত করেছিলো রোনাল্ডো। স্পেনের বিরুদ্ধে ম্যাচ সেভিং হ্যাটট্রিক করেছিলেন তিনি। যদিও শেষ ষোলোর কাছে উরুগুয়ের কাছে হেরে বিদায় নিয়েছিলো পর্তুগাল।
সদ্য বিশ্বকাপের ঝড়ের মাঝে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি খুব ভাইরাল হয়েছে। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে বিশ্ব ফুটবল শাসন করেছেন মেসি – রোনাল্ডো। দুজন মিলে জিতেছেন ১২ টা ব্যালন ডি’অর, দুজনে মিলে করেছেন ১৬০৪ টে গোল, জিতেছেন ৭৫ টা ট্রফি। (FIFA World Cup 2022)
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : এই বিশেষ কারণে দলের সাথে প্রাক্টিস করছেন না মেসি
পাঁচটি ব্যালন ডি’অর জিতেছেন রোনাল্ডো। ক্লাব এবং দেশের হয়ে করেছেন ৮১৮ গোল। ক্লাব পর্যায়ে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস এবং স্পোর্টিং সিপির হয়ে ট্রফি জিতেছেন। পর্তুগালের হয়ে জিতেছেন ২০১৬ সালের ইউরো কাপ এবং ২০১৯ সালের উয়েফা নেশন্স লিগ। (FIFA World Cup 2022)
অন্যদিকে মেসি জিতেছেন রেকর্ড সংখ্যক সাতটি ব্যালন ডি’অর, বর্তমানে খেলছেন প্যারিস সাঁজাতে। বার্সেলোনা’র হয়ে প্রচুর ট্রফি’ও জিতেছেন। জিতেছেন দুটো ট্রেবল এবং একটি সেক্সটুপেল। ২০২১ সালে মেসির নেতৃত্বে কোপা আমেরিকা জিতেছিলো আর্জেন্টিনা।