
BAN vs IND 2022 : বাংলাদেশের দেওয়া ১৪৫ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে খানিকটা রক্ষণাত্মক মেজাজে ব্যাট করছিলেন শুভমান গিল এবং কে এল রাহুল। তাই এই গুটিয়ে খেলার সুযোগ নিয়ে ভারতকে চেপে বসেছিলো বাংলাদেশের স্পিনাররা, চতুর্থ ইনিংসে তাদের’ই দাপট দেখিয়েছে তারা। এমনটাই মনে করেন ওয়াসিম জাফর, তিনি বলেছেন –
“আমি ভেবেছিলাম শুভমান গিল নেমেই চালিয়ে খেলবে। প্রথম ইনিংসে কিন্তু ও তাই করেছিলো। দ্বিতীয় ইনিংসে ওর আরও আগ্রাসী মনোভাব নিয়ে ব্যাট করার প্রয়োজন ছিলো। কে এল রাহুল’ও গোটা সিরিজ জুড়ে হতাশ করেছে, তাই শেষ ইনিংসে ওর ব্যাট ঝলসে উঠবে, এমনটাই দেখতে চেয়েছিলাম, যেমনটা এর আগেও খেলে দেখিয়েছে রাহুল। কিন্তু এমন কিছুই হয়নি। ডিফেন্সিভ খেললে সহজে রান আসবেনা সেটাই স্বাভাবিক। আমার ওদের এই ব্যাটিং করার মানসিকতা নিয়ে প্রশ্ন উঠছে মনে।”
প্রসঙ্গত, মীরপুর টেস্টে রুদ্ধশ্বাস জয়লাভের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার সম্ভাবনা জোড়ালো করে তুললো ভারতীয় ক্রিকেট দল। বাংলাদেশের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ জিতে ভারত টেস্ট চ্যাম্পিয়ানশিপের টেবিলের দ্বিতীয় স্থানে আরও ঘাঁটি গেড়ে বসলো বলা চলে। এই দুই টেস্ট ম্যাচ জিতে ২৪ পয়েন্ট সংগ্রহ করেছে ভারতীয় ক্রিকেট দল।
এই সিরিজ জয়ের সুবাদে পয়েন্ট এবং পয়েন্ট সংগ্রহ করার শতকরা হারে লিগ টেবিলের শীর্ষে থাকা অস্ট্রেলিয়া ক্রিকেট দলের থেকে ব্যবধান বেশ খানিকটা কমিয়েছে টিম ইন্ডিয়া। তবে অস্ট্রেলিয়ার টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলাটা প্রায় নিশ্চিত বলা চলে। (BAN vs IND 2022)
ভারতের দ্বিতীয় দল হিসেবে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ানশিপে খেলাটাও অনেকাংশে নিশ্চিত মনে করা হচ্ছে। কারণ ঢাকায় বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্ট ম্যাচ জেতায় সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার তুলনায় ভারত অনেকটাই এগিয়ে গেছে। (BAN vs IND 2022)
মীরপু্র টেস্ট জেতার সুবাদে ভারতের সংগ্রহের পয়েন্ট সংখ্যা – ১৪ ম্যাচে ৫৮.৯৩ গড়ে ৯৯ পয়েন্ট। তিন নম্বর স্থানে থাকা সাউথ আফ্রিকার সংগ্রহের পয়েন্ট সংখ্যা – ৫৪.৫৫ গড়ে ৭২ পয়েন্ট। এরপর ভারত আগামী বছর ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজ খেলবে। সেই সিরিজে টিম ইন্ডিয়া অসিদের হারিয়ে ফেললে, ভারতের টেস্ট চ্যাম্পিয়ানশিপের ফাইনালে খেলতে বিশেষ বেগ পেতে হবেনা।