Wahab Riaz : দ্রাবিড়-ইনজামাম’কে নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিতর্কে জড়ালেন ওয়াহাব রিয়াজ !

0
1056
Wahab Riaz gets into controversy by making comments about Rahul Dravid and Inzamam Ul Haq
Wahab Riaz gets into controversy by making comments about Rahul Dravid and Inzamam Ul Haq

ফের বিতর্কে জড়ালেন পাকিস্তানের তারকা ফাস্ট বোলার ওয়াহাব রিয়াজ (Wahab Riaz)। এবার রাহুল দ্রাবিড়ের সঙ্গে ইনজামাম-উল-হকের তুলনা টেনে এনে বিতর্কে জড়ালেন তিনি।

সম্প্রতি একটি অনুষ্ঠানে সাক্ষাৎকার দেওয়ার সময় তার (Wahab Riaz) করা একটি মন্তব্যে বিতর্ক ছড়ায়। রিয়াজ বলেন, রাহুল দ্রাবিড়ের থেকে অনেক এগিয়ে পাকিস্তানের ইনজামাম-উল-হক। সামাজিক মাধ্যমে তা পোস্ট করতেই শুরু হয় বিতর্ক।

ভারতীয় দলের প্রধান কোচ রাহুল দ্রাবিড়কে বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার হিসেবে গন্য করা হয়। টেস্টে তার অনবদ্য ব্যাটিংয়ের ফলে তাকে বলা হয় ‘দ্য ওয়াল।’ দ্রাবিড় জাতীয় দলের হয়ে খেলেছেন ১৬৪ টি টেস্ট এবং ৩৪৪ টি ওয়ানডে ম্যাচ। জাতীয় দলের নিয়মিত সদস্য ছিলেন তিনি।

২০০৫ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় দলের অধিনায়কত্বের ব্যাটনও সামলান তিনি। ১৬ বছরের দীর্ঘ আন্তর্জাতিক কেরিয়ারে তিনি করেছেন ২৪,১৭৭ রান। তৈরি করেছেন বহু রেকর্ড। অন্যদিকে পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ইনজামাম-উল-হকও পাকিস্তানের হয়ে অনেক অবদান রেখেছেন।

পাক জাতীয় দলের অবিচ্ছেদ্য অংশ ছিলেন‌ তিনি। পাকিস্তানের হয়ে খেলেছেন ১২০ টি টেস্ট। ৩৭৮ টি একদিনের ম্যাচে পাকিস্তানের হয়ে খেলেছেন তিনি। রাহুল দ্রাবিড় ২০১২ সালে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে অবসর গ্রহণ করেন। অন্যদিকে পাকিস্তানের ইনজামাম-উল-হক তার পাঁচ বছর আগেই অর্থাৎ ২০০৭ সালে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন চিরদিনের মতো। বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় অবশ্যই নাম থাকবে রাহুল দ্রাবিড় এবং ইনজামামের।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : আর্শদীপের নো বলের হ্যাট্রিকে বেজায় চটেছেন দীনেশ কার্তিক 

এবার এই দুই ক্রিকেটারের মধ্যেই তুলনা করে বিতর্কে জড়ালেন রিয়াজ (Wahab Riaz)। পাক ক্রিকেটার ওয়াহাব রিয়াজ একটি সাক্ষাৎকারে বলেন – রাহুল দ্রাবিড় ও ইনজামাম-উল-হকের মধ্যে অবশ্যই ইনজামাম-উল-হক অনেক এগিয়ে।

ইনজামাম সমস্ত ফরম্যাটে অনেক ভালো পারফর্ম করেছেন। এই প্রসঙ্গে তিনি (Wahab Riaz) বলেন –

“ইনজি ভাই সব ফরম্যাটেই অসাধারণ পারফর্ম করেছেন। পেসারদের বিপক্ষে তিনি দুর্দান্ত শট খেলতেন। যা সব সময় সকলের মনে থেকে যাবে। তাকে দেখে অনেকেই খেলা শিখেছে। তাই আমার মনে হয়, ইনজি ভাই রাহুল দ্রাবিড়ের থেকে অনেক এগিয়ে।”

পাক তারকার (Wahab Riaz) এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতেই, তা নিমেষের মধ্যে সর্বত্র ভাইরাল হয়ে যায়, এবং নেটিজেনরা রিয়াজের এমন মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের টি-২০ ফরম্যাটে কি রোহিত-কোহলি যোগ শেষ, অবশেষে এই প্রসঙ্গে গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিলেন কোচ দ্রাবিড়