IND vs NZ 2022 – ওয়েলিংটনে প্রথম প্রাক্টিস সেশন শেষ হলো ভারতীয় ক্রিকেট দলের। বেসিন রিজার্ভে হার্দিক পান্ডিয়া নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল টানা ঘন্টা তিনেক প্রস্তুতি নিয়েছে।
নেট সেশনে নিউজিল্যান্ডে সফরে (IND vs NZ 2022) ভারতীয় দলের কোচ ভিভিএস লক্ষণ কে ঋষভ পন্তের সাথে অনেকটা সময় কাটাতে দেখা যায়।
প্রাক্টিস সেশনের পর দুই দলের অধিনায়ক হার্দিক পান্ডিয়া এবং কেন উইলিয়ামসন ফটোসেশনে যোগ দেয়। ১৮ ই নভেম্বর সিরিজের প্রথম টি ২০ ম্যাচ খেলবে ভারত – নিউজিল্যান্ড। (IND vs NZ 2022)
মঙ্গলবার বেশ কিছু ভারতীয় ক্রিকেটার জিম সেশন চালান। বুধবার পূর্ণ উদ্যমে নেট প্রাক্টিস চালালো ভারতীয় দল। (IND vs NZ 2022)
টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালের পর অস্ট্রেলিয়া থেকে সরাসরি হার্দিক পান্ডিয়া, ঋষভ পন্ত, সূর্য কুমার যাদব, যুজবেন্দ্র চাহাল’রা সরাসরি নিউজিল্যান্ড পৌঁছে যায়। সেখানে পৌঁছে ছোট্টো ব্রেক নিয়ে সোম – মঙ্গলবার জিম সেশন চালায়।
দলের বাকি সমস্ত সদস্য এবং কোচ ভিভিএস লক্ষণ মঙ্গলবার ওয়েলিংটনে পৌঁছেছে মঙ্গলবার সকালে।
যুব শক্তি সমৃদ্ধ দল ঘোষণা করেছে ভারত নিউজিল্যান্ড সিরিজের জন্যে। এমনিতেই টি ২০ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ছিটকে যাওয়ার পর টি ২০ দলে একটা বিরাট পরিবর্তন আনবে ভারত। কোচ রাহুল দ্রাবিড় কে বিশ্রাম দেওয়ায় এই সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন ভিভিএস লক্ষণ।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : সিরিজের ট্রফি উন্মোচনে হাল্কা মেজাজে ধরা দিলেন হার্দিক, উইলিয়ামসন
নজরে থাকবে এই সফরে ভারতীয় দলের ব্যাটিং ইউনিটের উপর। ওপেনার হিসেবে চারজন দাবীদার এই সিরিজে খেলার জন্যে। প্রথম পছন্দ ইশান কিষাণ, এছাড়া টপ অর্ডারে ব্যাট করার বিষয় এগিয়ে শুভমান গিল, সূর্য কুমার যাদব, ঋষভ পন্ত এবং সঞ্জু স্যামসনের মতো ক্রিকেটারেরা। ইতিমধ্যে টি ২০ তে ভারতের হয়ে ওপেন করার অভিজ্ঞতা আছে সূর্য কুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত এবং সঞ্জু স্যামসনের।
আগামী ১৮ ই নভেম্বর ওয়েলিংটনের স্কাই স্টেডিয়ামে সিরিজের প্রথম টি ২০ ম্যাচ খেলা হবে। এরপর রোববার বে ওভালে ২০ শে নভেম্বর খেলা হবে দ্বিতীয় ম্যাচ। আগামী মঙ্গলবার ২২ শে নভেম্বর নেপিয়ারে মেকলিন পার্কে সিরিজের (IND vs NZ 2022) তৃতীয় টি ২০ ম্যাচ খেলা হবে।
India’s Probable Playing XI in 1st T20I IND vs NZ 2022 :
Hardik Pandya (C), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Suryakumar Yadav, Rishabh Pant (WK), Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Bhuvneshwar Kumar, Umran Malik.