
IND vs NZ 2022 – টি ২০ বিশ্বকাপের সেমিফাইনালে হারের রেশ এখন অতীত। এবারের ভারতীয় ক্রিকেট দলের ঘু্রে দাড়ানোর পালা শীঘ্রই আসন্ন নিউজিল্যান্ড সফর থেকে, ইতিমধ্যে দল ঘোষণা হয়ে গেছে সংশ্লিষ্ট সিরিজের টি ২০ এবং ওয়ানডে ম্যাচের। সেই দলে আক্সার প্যাটেল’কে না দেখে অবাক প্রাক্তন ভারতীয় ওপেনার বীরেন্দ্র শেহবাগ।
Cricbuzz এর সাক্ষাৎকারে এবিষয় প্রশ্ন তুলেছেন বিরু। তার দাবী, আক্সার’কে দলে না নেওয়ার কারণ বুঝতে পারছেন না তিনি। বলেছেন –
“আক্সার প্যাটেল টি ২০ বিশ্বকাপের প্রতিটি ম্যাচে খেলেছে, অথচ ওকে নিয়ে যাওয়া হচ্ছে না নিউজিল্যান্ড সফরে। ওকে কি বিশ্রাম দেওয়া হলো, নাকি স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, তোমাকে সুযোগ দিয়ে আমাদের যা দেখার ছিলো দেখে নিয়েছি। কোনও কিছু’ই স্পষ্ট নয়, দেখছি।”
টি ২০ বিশ্বকাপে সুযোগ পেলেও তা কাজে লাগাতে ব্যর্থ আক্সার। ৫ ম্যাচ খেলে মাত্র ৩টি উইকেট নিয়েছেন তিনি। এর মধ্যে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে দুটো উইকেট। ব্যাট হাতেও কোনও সাফলতা এনে দিতে পারেননি আক্সার। তিন ম্যাচে ব্যাটিং করার সুযোগ পেয়ে মাত্র ৯ রান করেছেন।
আগামী ১৮ ই নভেম্বর, শুক্রবার ওয়েলিংটনে সিরিজের প্রথম টি ২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত – নিউজিল্যান্ড। এরপর ২০ শে নভেম্বর মাউন্ট মাউনগানুইতে খেলা হবে দ্বিতীয় টি ২০ ম্যাচ। সিরিজের শেষ টি ২০ ম্যাচ ২২ শে নভেম্বর নেপিয়ারে খেলা হবে। (IND vs NZ 2022)
India tour of New Zealand: Team India squad, telecast, streaming details, and all you need to know#INDvsNZ #TeamIndia #NewZealand #NZvsIND @PrimeVideoIN https://t.co/RzPzngTncC
— OTTplay (@ottplayapp) November 13, 2022
নিউজিল্যান্ডের মাটিতে শেষ বার ওয়ানডে সিরিজ খেলার অভিজ্ঞতা ভালো নয় ভারতের। ২০১৯-২০ মরশুমে কিউয়ি’দের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ হয়েছিল টিম ইন্ডিয়া। ধাওয়ান নেতৃত্বাধীন ভারতের কাছে সেই হারের বদলা নেওয়ার সুযোগ থাকছে। সিরিজের তিনটি ওয়ানডে ম্যাচ খেলা হবে যথাক্রমে ২৫, ২৭ এবং ২৯ শে নভেম্বর। (IND vs NZ 2022)
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : নিউজিল্যান্ড সফরে পৃথ্বী শাহকে নেওয়া উচিত ছিলো ভারতের, মত শেহবাগের
NZ T20Is squad for IND vs NZ 2022 :
Hardik Pandya (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Ishan Kishan, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Harshal Patel, Mohd. Siraj, Bhuvneshwar Kumar, Umran Malik.
NZ ODIs squad for IND vs NZ 2022 :
Shikhar Dhawan (C), Rishabh Pant (vc & wk), Shubman Gill, Deepak Hooda, Surya Kumar Yadav, Shreyas Iyer, Sanju Samson (wk), W Sundar, Shardul Thakur, Shahbaz Ahmed, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Arshdeep Singh, Deepak Chahar, Kuldeep Sen, Umran Malik.
আরও পড়ুনঃ T20 World Cup 2022 Final : ফাইনাল হারের পর শাহিনের চোট পাওয়ার আফশোস বাবরের