ভারতের তারকা ক্রিকেটার ঋষভ পন্তের (Rishabh Pant) গাড়ি শুক্রবার ভোর সাড়ে ৫ টার দিকে দিল্লি-দেরাদুন হাইওয়ে’তে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয়েছে।
গভীর রাতে পন্ত যখন দিল্লি থেকে রুরকি’তে নিজের বাড়িতে ফিরছিলেন তখন এই ঘটনাটি ঘটেছিল। তথ্য অনুযায়ী, পন্তের (Rishabh Pant) গাড়িটি রাস্তার ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় আর তাতেই গুরুতর আহত হন পন্ত। ঋষভ পন্তের দুর্ঘটনা নিয়ে ক্রিকেট বিশ্ব থেকেও নানা প্রতিক্রিয়া এসেছে। বিরাট কোহলি, সচিন তেন্ডুলকর সহ অনেক কিংবদন্তি ক্রিকেটার পন্তের সুস্থতার জন্য প্রার্থনা করেছেন।
ঋষভ পন্তের (Rishabh Pant) এমন ভয়াবহ দুর্ঘটনার পর অনেক প্রাক্তন ও বর্তমান ক্রিকেটারেরা নিজেদের প্রতিক্রিয়া জানিয়েছেন। পন্তের এই দুর্ঘটনার পর ক্রিকেটের ঈশ্বর বলে বিবেচিত সচিন তেন্ডুলকর বলেছেন –
“ঋষভ পন্ত, আমি তোমার দ্রুত আরোগ্য কামনা করছি। আমার প্রার্থনা তোমার সাথে রয়েছে।”
পরবর্তীতে টিম ইন্ডিয়া’র তারকা ব্যাটার বিরাট কোহলি নিজের সোশ্যাল মিডিয়া’তে পন্তের উদ্দেশ্যে একটি পোস্ট করে লিখেছেন –
“শীঘ্রই সুস্থ হয়ে ওঠো ঋষভ পন্ত। তোমার সুস্থতার জন্য প্রার্থনা করছি।”
Get well soon @RishabhPant17. Praying for your recovery. 🙏🏻
— Virat Kohli (@imVkohli) December 30, 2022
এছাড়াও বীরেন্দ্র শেহবাগ’ও পন্তের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করেছেন। শেহবাগ ট্যুইট করে লিখেছেন –
“ঋষভ পন্তের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছি। শীঘ্রই সুস্থ হয়ে উঠুক ও।”
এছাড়া আরও অনেক ক্রিকেটারেরাই পন্তের দ্রুত সুস্থতা কামনা করেছেন। এই পরিস্থিতি’তে পন্ত (Rishabh Pant) কেমন আছেন, বা কোথায় কোথায় চোট লেগেছে এবং তা কতোটা গুরুতর, তা বিস্তারিত জানিয়েছে বিসিসিআই।
বিসিসিআইয়ের প্রকাশিত একটি বিবৃতি অনুসারে –
“ঋষভের কপালে দুজায়গায় কাটা আছে, ওর ডান হাঁটু’তে একটি লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে এবং ডান কব্জি, গোড়ালি আর পায়ের আঙুলেও চোট লেগেছে। ঘর্ষণে ওর পিঠেও আঘাত লেগেছে।
তবে ঋষভের (Rishabh Pant) অবস্থা এখন স্থিতিশীল, এবং ওকে এখন দেরাদুনের ম্যাক্স হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে, যেখানে ওর আঘাতের পরিমাণ নির্ণয় করতে এবং পরবর্তী চিকিৎসা কী ভাবে এগোবে, সেটা জানার জন্য এমআরআই আর স্ক্যান করা হবে।”
আরও পড়ুনঃ Cristiano Ronaldo : আল নাসরে সই করলেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো
সেই বিজ্ঞপ্তি’তে আরও বলা হয়েছে –
“বিসিসিআই ঋষভের পরিবারের সঙ্গে ক্রমাগত যোগাযোগ করছে। আর মেডিক্যাল টিম বর্তমানে ঋষভের চিকিৎসা যারা করছেন, সেই ডাক্তারদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছে। বোর্ড এটা দেখবে যে, ঋষভ যেন সবচেয়ে ভালো চিকিৎসা পায় এবং এই মর্মান্তিক পর্যায় থেকে বেরিয়ে আসার জন্য ওর প্রয়োজনীয় সমস্ত সহায়তা যেন ও পায়।”
এবার জানা যাক কীভাবে ঘটল এমন দুর্ঘটনা ? পুলিশ’কে পন্ত (Rishabh Pant) নিজেই জানিয়েছেন যে গাড়ি চালানোর সময়ে নাকি ঘুমিয়ে পড়েছিলেন তিনি। উত্তরাখণ্ডের ডিজিপি অশোক কুমার একথা জানিয়েছেন সংবাদমাধ্যম’কে।
প্রসঙ্গত, হাঁটুতে আঘাতের কারণে শ্রীলঙ্কা সিরিজের জন্য ভারতের টি-টোয়েন্টি এবং ওয়ানডে দলে পন্ত’কে রাখা হয়নি। এছাড়া অস্ট্রেলিয়া’র বিরুদ্ধে ঘরের মাঠে চার ম্যাচের সিরিজের জন্য টেস্ট দলে যোগ দেওয়ার আগে তাকে (Rishabh Pant) ১৫ দিনের রিহ্যাবের জন্য বেঙ্গালুরু’র এনসিএ’তে রিপোর্ট করতে বলা হয়েছিল।
আরও পড়ুনঃ বছরের শুরুতেই রোহিত-রাহুল’দের নিয়ে বৈঠকে বসবে BCCI