BAN vs IND 2022 : বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজটা একটা সেঞ্চুরি দিয়ে শেষ করতে চাইবেন বিরাট কোহলি। এমনটাই জানিয়েছেন বাংলাদেশের বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। তবে প্রথম টেস্টে বাংলাদেশের বোলাররা ওর বিরুদ্ধে ভালো বোলিং করেছিলো, দ্বিতীয় টেস্টেও সেটা বজায় রাখবে তার দলের বোলাররা। সেই ব্যাপারে বিশ্বাস আছে ডোনাল্ডের।
বৃহস্পতিবার ঢাকার শের ই বাংলা স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলবে ভারতীয় ক্রিকেট দল। ইতিমধ্যে চট্টগ্রাম টেস্ট ম্যাচ ১৮৮ রানে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে ভারত। (BAN vs IND 2022)
চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে এক রানে আউট হয়েছিলেন কোহলি। তাইজুল ইসালমের বলে। দ্বিতীয় ইনিংসে ১৯ রানে অপরাজিত ছিলেন। সাদা বলের ক্রিকেটে ফর্মে ফিরলেও এখনো লাল বলের খেলায় ছন্দে ফেরেননি কোহলি। খেলা শুরুর আগে সাংবাদিক সম্মেলনে কোহলি সম্পর্কে ডোনাল্ড বলেছেন –
“কোহলি কে বোলিং করা অনেকটা তেন্ডুলকর কে বোলিং করার মতো ব্যাপার। ও ক্রিজে নামলেই ম্যাচ আলাদা মাত্রা পায়। কোহলি’কে আউট করার সুযোগ পেলে কিন্তু সেই সুযোগ হাতছাড়া করলে ভুগতেই হবে। কারণ ওর বিরুদ্ধে খুব বেশি একটা সুযোগ পাওয়া যায় না সব সময়।”
আরও পড়ুনঃ BAN vs IND 2022 : রাহুল দ্রাবিড়ের কাছে পরামর্শ নিতে ছুটলেন রহিম, দেখুন ভিডিও
ঢাকায় সেঞ্চুরি করার জন্যে মুখিয়ে থাকবেন বিরাট কোহলি। এমনটাই মনে করেন ডোনাল্ড। তিনি বলেছেন –
“এমন ব্যাটার ব্যাট করতে নামলে মাঠের পরিস্থিতি লহমায় বদলে যায়। তাই কালকেও এমন কিছু একটা হবে। আমি জানি কোহলির রানের খিদে ঠিক কতোটা। ও এখন সেঞ্চুরি করার জন্যে মুখিয়ে আছে। তবে আমরা কাল থেকে ওদের বিরুদ্ধে ভালো কিছু করার চেষ্টাই করবো।”
From maiden Test win as #TeamIndia captain & maiden Test ton to two top knocks & a superb 5-wicket haul 🙌🙌
— BCCI (@BCCI) December 19, 2022
DO NOT MISS as @klrahul, @cheteshwar1, @ShubmanGill & @imkuldeep18 sum up India's win in the first #BANvIND Test 👏👏 – By @RajalArora
Feature 🔽https://t.co/Ki05WjfBFy pic.twitter.com/iM125UI51G
India’s updated squad for BAN vs IND 2022 2nd Test :
KL Rahul (C), Shubman Gill, Cheteshwar Pujara (VC), Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (WK), KS Bharat (WK), Ravichandran Ashwin, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohd. Siraj, Umesh Yadav, Abhimanyu Easwaran, Saurabh Kumar, Jaydev Unadkat.