
IND vs AUS 2023 – টেস্ট ক্রিকেটে এখনও চেনা মেজাজে ফেরেননি বিরাট কোহলি, যদিও শীঘ্রই তাকে ফর্মে ফিরতে দেখছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার সুনীল গাভাস্কার। দিল্লিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফির দ্বিতীয় ম্যাচে খেলতে নামবে ভারত – অস্ট্রেলিয়া, দিল্লিতে নিজের ঘরের মাঠেই টেস্টে সেঞ্চুরি করবেন বিরাট কোহলি এমনটাই বিশ্বাস গাভাস্কারের।
গত কয়েক বছর ধরে লাল বলের ক্রিকেটে পরিচিত মেজাজে দেখা যাচ্ছে না কোহলিকে। নিজের খেলা শেষ ২১ টা টেস্ট ম্যাচে ৯২৯ রান করেছেন কোহলি ২৫.৮০ গড়ে। আছে ছয়টি হাফ সেঞ্চুরি। (IND vs AUS 2023)
তার টেস্ট কেরিয়ারের এভারেজ পঞ্চাশের নীচে নেমেছে ইতিমধ্যে। নাগপুরে বর্ডার গাভাস্কার ট্রফির প্রথম ম্যাচে মাত্র ১২ রান করে আউট হয়েছিলেন কোহলি। India Today কে দেওয়া একটা সাক্ষাৎকারে গাভাস্কার বলেছেন আসন্ন টেস্ট ম্যাচ গুলোতে কোহলি ভালো পারফরম্যান্স দেবেন। তার বক্তব্য – (IND vs AUS 2023)
Worrying Test numbers of Virat Kohli 😨#CricketTwitter #indvsaus #india pic.twitter.com/kcULmumfgx
— Sportskeeda (@Sportskeeda) February 10, 2023
Rohit Sharma is now joint-second on the list 🔥#CricketTwitter pic.twitter.com/dZTgENEDtH
— Sportskeeda (@Sportskeeda) February 12, 2023
“সবে মাত্র একটা ইনিংস খেলেছে কোহলি। এখনও তিনটে টেস্ট ম্যাচ বাকি আছে। আসলে ওর মাপের ক্রিকেটারদের থেকে সবাই প্রতি ম্যাচেই পারফরম্যান্স দেখার প্রত্যাশা রাখে। তবে এটা সবে মাত্র একটা ইনিংস, আমার মনে হচ্ছে নিজের ঘরের মাঠ দিল্লিতেই ফের টেস্ট সেঞ্চুরি করবেন কোহলি।”
বিরাট কোহলি সব সময় নিজের ইতিবাচক ব্যাটিংয়ের জন্যে বিশেষ পরিচিত। কঠিন পরিস্থিতির মধ্যেও ভীষণ চাপ নিয়ন্ত্রণে রেখে খেলতে পারেন কোহলি। কিন্তু ইদানিং টেস্টে ইনিংসের শুরুতে ভালো খেললেও পরের দিকে সেই ভালো শুরু গুলোকে কাজে লাগাতে পারছেন না।
সদ্য সমাপ্ত নাগপুরে ভারত – অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ রিভিউ করাকালীন ভারত অধিনায়ক রোহিত শর্মার প্রশংসা করেছেন সুনীল। ম্যাচে দলকে একেবারে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন হিটম্যান। নাগপুরের কঠিন পিচে একটা অসামান্য সেঞ্চুরিও করেছিলেন তিনি।
সুনীল গাভাস্কারের মতে রোহিত মাঠের পরিস্থিতি সম্পর্কে ভীষণ ওয়াকিবহাল, এমন কাউন্টার চ্যালেঞ্জ করতেও তার মুন্সীয়ানা অসামান্য। তিনি বলেছেন –
“নাগপুরে ক্যাপ্টেন্স ইনিংস এসেছিলো রোহিতের ব্যাট থেকে। যেমন প্রত্যাশা রাখা হয় রোহিতের থেকে ও ঠিক তেমনটাই খেলে দেখিয়েছে। এই পিচে খেলা কিন্তু সহজ ছিলোনা। রোহিত এমন পিচ পছন্দ করে যেখানে বল সহজে ব্যাটে আসে।
হ্যাঁ নাগপুরের পিচ নিয়ে লোক যা হইচই করছে, তেমন কিছু না টার্ন না হলেও, বল সহজে ব্যাটে আসছিলো না। ওইসময় ভীষণ ঠান্ডা মাথায় ব্যাট করেছিলো রোহিত। একেবারে ফ্রন্টা থেকে লিড করেছে।”
শুক্রবার আগামী ১৭ ই ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হবে ভারত – অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট ম্যাচ।
আরও পড়ুনঃ Ind vs Pak : জেমিমাহ, রিচার দুরন্ত পারফরম্যান্স, পাকিস্তানকে ওড়ালো ভারত