Virat Kohli – শনিবার সকালে বিরাট কোহলি ঝাঁপ দিয়েছিলেন স্মৃতিতে। আচমকা ২০২২ সালের টি টোয়েন্টি বিশ্বকাপে মেলবোর্নে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ইনিংসের কথা তুলেছেন তিনি। ওইদিন কার্যত অসাধ্যসাধন করে ‘মেন ইন ব্লু’র জয় নিশ্চিত করেছিলেন কোহলি ঐতিহাসিক ইনিংস খেলে।
১৬১ রানতাড়া করতে নেমে ম্যাচে মারাত্মক চাপে পরে গেছিলো ভারত ৩১ রানে ৪ উইকেট হারিয়ে। এরপর ৫৩ বলে ৮২ রানের ইনিংস খেলে দেশের জয় নিশ্চিত করেছিলেন কোহলি (Virat Kohli)। হার্দিক পান্ডিয়ার সাথে ১১৫ রান জুড়েছিলেন তিনি।
“২৩ শে অক্টোবর, ২০২২ দিনটা ভীষণ স্মরণীয় আমার কাছে। আমার হৃদয়ের খুব কাছাকাছি থাকবে দিনটা। কখনও এতোটা স্পেশাল মনে হয়নি আমার। ক্রিকেট খেলার সময় এতো এনার্জি কখনও অনুভব করিনি। বিকেলটা আশীর্বাদ ধন্য ছিলো।”- ট্যুইটারে এমনটাই লিখেছিলেন কোহলি। (Virat Kohli)
Pal do pal Ka sayar Hu …… when?
— ³ ✨ (@Legspiner3) November 26, 2022
This could've been an announcement tweet rather… https://t.co/QRWW02ZPEJ
— KASHISH (@crickashish217) November 26, 2022
Bhai aisi photo daal ke matt likha karo kuch. Heartbeat badh jaati ke retirement toh announce nai kardi kahin 😭
— Jahazi (@Oye_Jahazi) November 26, 2022
Pehle mujhe laga the dreaded R word aane wala tha 😭😭
— SoN! 🦋💫 || Ignore & Fly 😌🥂 (@fanatic_devil16) November 26, 2022
একদিকে যখন কোহলির (Virat Kohli) দারুণ ইনিংসের প্রশংসা করেছেন সবাই। আবার কেউ কেউ অবসরের ইঙ্গিত পেয়েছেন তার সেই ট্যুইটের মধ্যে। অনেকেই ধোনির অবসর পোস্টের সাথে সেই পোস্টের মিল খুঁজে পেয়েছেন। কারণ আচমকা এভাবেই আন্তর্জাতিক ক্রিকেট কে বিদায় জানিয়েছিলেন ধোনি।
চারটি হাফ সেঞ্চুরি সহ ২৯৬ রান করার মধ্যে দিয়ে এবছর টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন কোহলি (Virat Kohli)। এই নিয়ে দুই বার টি টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে বেশী রান সংগ্রহের নজির গড়লেন কোহলি। এর আগে ২০১৪ সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সর্বোচ্চ রান স্কোরার ছিলেন তিনি। টুর্নামেন্টের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে ১০ উইকেটে হেরে বিদায় নিয়েছিলো ভারত।
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ওডিআই দল থেকে পন্তকে সরানো সম্ভব নয় বলেই মনে করেন ওয়াসিম জাফর