Virat Kohli -অনফিল্ড হোক বা অফফিল্ড, বরাবর ধোনির প্রতি শ্রদ্ধাশীল বিরাট কোহলি। একাধিকবার কোহলি’কে বলতে শোনা যাচ্ছে কঠিন সময় তার সাথে থেকেছেন ধোনি। আন্তর্জাতিক ক্রিকেটে শুরুর দিন গুলো’তে ধোনির পরামর্শ পেয়েছিলেন তিনি।
টি টোয়েন্টি বিশ্বকাপের পর বর্তমানে ছু়টির মেজাজে আছেন কোহলি। পরিবারের সাথে উত্তরাখন্ডে সময় কাটাচ্ছেন। সোমবার ধোনির এন্ডোর্স করা একটি জলের ব্রান্ডের বোতলের ছবি শেয়ার করেছেন কোহলি। সেখানে মজা করে তিনি লেখেন, ধোনি আছে সব জায়গায়, এমনকি জলের বোতলেও, পরবর্তী সময়ে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় বিশাল ভাইরাল হয়।

Virat Kohli : Virat Kohli’s epic Instagram post about MS Dhoni goes viral
Virat Kohli is the biggest fan of MS Dhoni. pic.twitter.com/ODqCyakRrT
— Johns. (@CricCrazyJohns) November 21, 2022
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : উমরানের মতো জেনুইন পেসারকে হার্দিক খেলার সুযোগ না দেওয়ায় অবাক সলমন
এরপর বিরাট কোহলি’কে ডিসেম্বর মাসে বাংলাদেশ সফরে খেলতে দেখা যাবে। নিশ্চিত ভাবে সেখানেও নিজের আগুন ফর্ম বজায় রাখার চেষ্টা করবেন তিনি। এবারের টি ২০ বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহক কোহলি, ৬ ম্যাচে ২৯৬ রান করেছিলেন তিনি।
আগামী – ৪, ৭ এবং ১০ ই ডিসেম্বর ঢাকাতে তিনটি ওডিআই খেলবে ভারত-বাংলাদেশ। এরপর ১৪-১৮ ই ডিসেম্বর চট্টগ্রামে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ চট্টগ্রামে, ২২-২৬ ডিসেম্বর ঢাকাতে অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
India Test squad: Rohit Sharma (capt), KL Rahul (vc), Shubman Gill, Cheteshwar Pujara, Virat Kohli, Shreyas Iyer, Rishabh Pant (wk), KS Bharat (wk), Ravichandran Ashwin, Ravindra Jadeja, Axar Patel, Kuldeep Yadav, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Umesh Yadav
India ODI squad: Rohit Sharma (capt), KL Rahul (vc), Shikhar Dhawan, Virat Kohli, Rajat Patidar, Shreyas Iyer, Rahul Tripathi, Rishabh Pant (wk), Ishan Kishan (wk), Ravindra Jadeja, Axar Patel, Washington Sundar, Shardul Thakur, Mohammed Shami, Mohammed Siraj, Deepak Chahar, Yash Dayal
আরও পড়ুনঃ IND vs NZ 2022 : ঋষভ পন্ত টি ২০ ক্রিকেট খেলার যোগ্য নয়, মত প্রাক্তন পাকিস্তানি ক্রিকেটারের