IND vs SL 2023 – রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে দারুণ সেঞ্চুরি করেছিলেন বিরাট কোহলি। এদিন খেলাকালীণ একটা হেলিকপ্টার শট মারতে দেখা গেছে। যে শট বিখ্যাত করেছিলেন স্বয়ং মহেন্দ্র সিং ধোনি। শট টি মারার পর কোহলিকে সতীর্থ শ্রেয়স আইয়ারকে বলতে শোনা যায়, “মাহি শট”, ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপে দাপট দেখাবেন বিরাট কোহলি। এমনটাই মনে করেন প্রাক্তন শ্রীলঙ্কার অলরাউন্ডার ফারভেজ মাহরুফ। যদি কোহলি এই ফর্ম বজায় রাখে।
রোববার শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বিরাট কোহলি, ১১০ বলে অপরাজিত ১৬৬* রানের ইনিংস খেলেছিলেন। সিরিজের সেরা ক্রিকেটার’ও তিনি সর্বোচ্চ রান করে। তিন ম্যাচে প্রাক্তন ভারত অধিনায়ক ২৮৩ রান করেছিলেন ১৪১.৫০ গড়ে, ১৩৭.৩৮ গড়ে। (IND vs SL 2023)
He said “Mahi Shot” in the end 😭♥️#Mahirat 🥺♥️#KingKohli | #ViratKohli𓃵@imVkohli @msdhoni #GOAT𓃵 pic.twitter.com/kKXy3UH0Lo
— Manoj Kumar (@its_manu01) January 15, 2023
Kohli saab smashing a six and saying ‘Mahi shot’ 🥰 pic.twitter.com/bqmOgSqKLA
— Rajaganapathy (@Rajaganapathy02) January 15, 2023
সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে এটাই ছিলো বিরাট কোহলির দ্বিতীয় সেঞ্চুরি। সচিন তেন্ডুলকারের ৪৯ টা সেঞ্চুরির রেকর্ড ভাঙার থেকে আর মাত্র তিনটে সেঞ্চুরি দুরে দাড়িয়ে আছেন। ESPN Cricinfo র আলোচনায় বিরাট কোহলি কে ‘GOAT Of Cricket’ বলে অভিহিত করেছেন ফারভেজ মাহরুফ, তিনি বলেছেন – (IND vs SL 2023)
“মেসিকে ফুটবলের সর্বকালের কিংবদন্তি ফুটবলার বলা হয়। ঘরের মাঠে ২০২৩ সালের বিশ্বকাপ, সব কিছু ঠিকঠাক চলছে। এর আগে ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিলো।ভালো ফর্ম বজায় রাখতে পারলে এটা কোহলির বিশ্বকাপ হতে চলেছে। পরিস্থিতি বুঝে কোহলি যেমন খেলছে, আমার মনে হয়না এই মুহূর্তে বিশ্বের আর কোনও ব্যাটার এরকম করতে পারে।”
রোববার ইনিংস খেলার পথে ১৩ টা চার এবং ৮ টা ছয় মেরেছে। দ্বিতীয় উইকেটে ১৩১ রান জোড়ে শুভমান গিলের সাথে। শুভমান গিল ৯৭ বলে ১১৬ রান করেছেন।
বিরাট কোহলির রান করাটা ভারতের জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ। যেখানে সামনে বিশ্বকাপ। এমনটাই মনে করেন প্রাক্তন ভারতীয় ওপেনার ওয়াসিম জাফর।
জাফরের বক্তব্য –
“এটা বিশ্বকাপের বছর। কোহলির ফর্ম ভারতের জন্যে ভীষণ গুরুত্বপূর্ণ। এরপর অস্ট্রেলিয়া ভারতে খেলতে আসছে বর্ডার গাভাস্কার ট্রফির মতো গুরুত্বপূর্ণ সিরিজে।”
কোহলির ডেডিকেশান এবং খেলার প্রতি দায়বদ্ধতার প্রশংসা করেছেন ওয়াসিম জাফার। তার বক্তব্য –
“কোহলির ফর্ম দেখে অবাক নই আমি। বছর তিনেক কোনও ফর্মে ছিলো না।ওয়ার্ক এথিক, হার্ড ওয়ার্কের বিচারে সবাইকে পিছনে ফেলেছেন। জিম এবং ট্রেনিং-এ ভীষণ পরিশ্রম করে। এমন রেজাল্ট আসাটাই স্বাভাবিক।”
রোববার সেঞ্চুরি করার আগে ৮৭ বলে ১১৩ রান করেছিলেন বিরাট কোহলি, গুয়াহাটিতে। ডিসেম্বরে চট্টগ্রামে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ানডে সেঞ্চুরি করেছিলেন কোহলি।
আরও পড়ুনঃ IND vs SL 2023 : ভারতের বোলিং বৈচিত্র্য দেখে ভীষণ খুশি সুনীল গাভাস্কার