
IND vs SL 2023 – শনিবার ভারতের বিধ্বংসী ব্যাটার সূর্য কুমার যাদবের বিধ্বংসী ইনিংস দেখে মজলেন তারকা ভারতীয় ব্যাটার বিরাট কোহলি। পরবর্তী সময়ে সেঞ্চুরি করার পর ইনস্টাগ্রামের স্টোরিতে সূর্য কুমার যাদবকে নিয়ে বিশেষ পোস্ট করেন কোহলি। ইতিমধ্যে সেই চিত্র ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে সুযোগ হয়নি কোহলির। তাই এই সময়টা মথুরায় কাটালেন তিনি। তাকে ফের খেলতে দেখা যাবে শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে কোহলির ভ্রমন পর্বের ভিডিও গুলো।
কোহলি সহ একাধিক সিনিয়র ভারতীয় ক্রিকেটারদের সুযোগ হয়নি ভারতের টি টোয়েন্টি দলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে। এভাবে টি টোয়েন্টি দল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের থেকে বাদ দেওয়া উচিত হয়নি। এমনটাই মনে করেন বিরাট কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা।
𝓢𝓮𝓷𝓼𝓪𝓽𝓲𝓸𝓷𝓪𝓵 𝓢𝓾𝓻𝔂𝓪 👏👏
— BCCI (@BCCI) January 7, 2023
3⃣rd T20I ton for @surya_14kumar & what an outstanding knock this has been 🧨 🧨#INDvSL @mastercardindia pic.twitter.com/kM1CEmqw3A
আরও পড়ুনঃ IND vs SL 2023 : বছরের শুরুতে সেঞ্চুরি করে নয়া নজির গড়লেন সূর্য কুমার যাদব
সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উচিত বলে মনে করেন রাজকুমার। তার মতে এটা সঠিক সময় নয় এতো বিরাট বদল আনার জন্যে। কারণ এইমুহুর্তে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের পরিবেশ খুবই ইতিবাচক।
“এখনকার ক্রিকেটারেরা সবাই খুব ম্যাচুয়ার। তাই তাদের এতো স্ট্রং কোনও মেসেজ দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করিনা আমি। এইমুহুর্তে ভারতের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। সিনিয়র ক্রিকেটারদের তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া উচিত ছিলো। কারণ এক্ষেত্রে তাদের ভারতীয় ক্রিকেটের প্রতি অবদানের ব্যাপারটা মাথায় রাখা উচিত ছিলো।”
আরও পড়ুনঃ IND vs SL 2023 : রাহুল ত্রিপাঠীর খেলা দেখে অবাক নেটিজনরা, টি টোয়েন্টি মাস্টার মানলেন তাকে