Virat Kohli : লতা মঙ্গেশকরের সাথে দেখা না করার হতাশা তাড়া করে বিরাট কোহলিকে

0
18
Virat Kohli regrets not meeting Lata Mangeshkar
Virat Kohli regrets not meeting Lata Mangeshkar

Virat Kohli – গত এক দশকের বিশ্বের অন‍্যতম সেরা ক্রিকেটারদের একজন বিরাট কোহলি। একাধিক বিশ্ব রেকর্ড তার দখলে আছে। এই মুহূর্তে আন্তর্জাতিক সেঞ্চুরি করার বিচারে ঠিক সচিন তেন্ডুলকরের পর রয়েছে তার নাম। সম্প্রতি একটি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও আপলোড করেছেন কোহলি,‌‌ সেখানে তার কাছে জানতে চাওয়া হয় “ডিনার ডেটে নিয়ে যেতে হলে কোন ঐতিহাসিক মহিলা ব‍্যক্তিত্বকে সঙ্গে নিতে পছন্দ করবেন তিনি ? 

জবাবে তারকা ক্রিকেটার বলেছেন –

“আমি কখনও লতাজির সাথে দেখা করার সুযোগ পাইনি। তাই সুযোগ ঘটলে ওনার সাথে আলাপ করতে চাইতাম। জানতে চাইতাম তার জীবন এবং তার জার্নি সম্পর্কে।”

ইতিমধ্যে প্রায়শই বিরাট কোহলির (Virat Kohli) সাথে তুলনা চলে পাকিস্তানের তারকা ব‍্যাটার বাবর আজমের। যদি মিসবাহ উল হক মনে করেন এমনটা হওয়ার মানে নেই। এমনটাই মত প্রাক্তন পাকিস্তানের অধিনায়ক মিসবাহ উল হক। কোহলির তুলনায় এখনো অবধি অনেক কম ক্রিকেট খেলেছেন পাকিস্তান তারকা বাবর আজম। এই মুহূর্তে দুজনের মধ্যে তুলনা করার কোনও কারণ দেখছেন না মিসবাহ।

ইতিমধ্যে ৪৬ টা ওডিআই সেঞ্চুরি করা হয়ে গেছে বিরাট কোহলির, সচিন তেন্ডুলকরের ৪৯ টা ওডিআই সেঞ্চুরি করার রেকর্ড ভাঙার জন্যে আর মাত্র চারটি ওডিআই সেঞ্চুরি করার প্রয়োজন আছে তার। প্রাক্তন ভারত অধিনায়কের ৭৩ টা আন্তর্জাতিক সেঞ্চুরি আছে মোট মিলিয়ে। অবশ্য এই মুহূর্তে বিশ্বের এক নম্বর ওডিআই ব‍্যাটার বাবর আজম। তাই সচরাচর ফ‍্যানেরা দুই তারকা ক্রিকেটারের মধ্যে তুলনা টেনে থাকে। (Virat Kohli)

আরও পড়ুনঃ ILT20 : দুবাইয়ের লিগে ম‍্যাচ চলাকালীন রাস্তায় এসে পড়লো বল, বল নিয়ে পালালো ফ‌্যান, দেখুন ভিডিও

Paktv.tv কে দেওয়া একটি সাক্ষাৎকারে মিসবাহ উল হক বুঝিয়েছেন কেনো বিরাট কোহলি এবং বাবর আজমের মধ্যে কোনও তুলনা চলেনা, কোহলি ইতিমধ্যে আধুনিক যুগের অন‍্যতম সেরা ক্রিকেটারদের একজন। মিসবাহ উল হকের বক্তব্য –

“কোহলি প্রচুর ক্রিকেট ফেলেছে ইতিমধ্যে, যেখানে বাবর আজম সবে খেলা শুরু করেছে। বাবর আজম আগে সম পরিমাণ ক্রিকেট খেলুক তবে না হয় তুলনা করা যাবে। কোহলি প্রচুর ক্রিকেট খেলেছে এবং তার বিচারে এখনই ওর সাথে কারোর তুলনা চলেনা। বাবর নিঃসন্দেহে একজন ক্লাস প্লেয়ার, ও কোহলির মতো সবকিছুই হয়তো অর্জন করতে পারে ভবিষ্যতে। দুই জনের মধ্যে তুলনা করার কোনও মানেই হয়না, অন্তত এই মুহুর্তে‌। বাবর আজম সবে শুরু করেছে।”

আরও পড়ুনঃ IND vs NZ 2023 : আহমেদাবাদে চাহালকে খেলানো হোক, দাবী ওয়াসিম জাফরের