IND vs BAN 2022 – বুধবার ঢাকায় ‘শের ই বাংলা’ স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ভারতের হয়ে ওপেন করলেন বিরাট কোহলি। ২০১৪ সালের পর দ্বিতীয় বারের মতো ভারতের হয়ে ওডিআই’তে ওপেন করলেন কোহলি।
এদিন খেলাকালীণ ফিল্ডিং করতে গিয়ে হাতে গুরুতর বাঁ হাতের বুড়ো আঙুলে চোট পান ভারত অধিনায়ক রোহিত শর্মা। ইনিংসের দ্বিতীয় ওভারে সিরাজের বলে ক্যাচ নিতে গিয়ে হাতে চোট পান রোহিত। আঙুল কেটে যায় তার। ক্যাচ মিস করার হতাশার মাঝে তার আঙুলে রক্ত স্পষ্ট দেখা যাচ্ছিলো। এরপর যন্ত্রণায় ক্লিষ্ট রোহিত’কে দেখা যায় মাঠ ছাড়তে। পরে ড্রেসিংরুমে হাতে ব্যান্ডেজ দেখা গেছে তার। (IND vs BAN 2022)
পরে বিসিসিআইয়ের থেকে করা ট্যুইটে লেখা হয়েছিল –
“বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় ওডিআই ম্যাচে ফিল্ডিং করা কালীণ আঙুলে চোট পেলেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এইমুহুর্তে দলের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানে আছেন। চোটের অবস্থা জানতে স্ক্যান করতে পাঠানো হয়েছে।”
Virat Kohli is set to open with Shikhar Dhawan.
— CricketMAN2 (@ImTanujSingh) December 7, 2022
Virat Kohli gone for 5 of 6. India lost their first wicket.
— CricketMAN2 (@ImTanujSingh) December 7, 2022
ম্যাচে ৫ বলে ৫ রান করে আউট হয়ে যান বিরাট কোহলি। ২৭২ রানের টার্গেট চেজ করতে নামা ভারতীয় দল ম্যাচের শুরুতেই চাপে পড়ে যায় বিরাট কোহলি এবং শিখর ধাওয়ানের উইকেট পড়ে যাওয়ায়।
এখনও অবধি জানা যায়নি রোহিত শর্মা এই ম্যাচে ব্যাট করবেন কিনা। দীপক চাহারের চোট’ও সমস্যার কারণ হয়ে দাড়িয়েছে। কারণ চাহার লোয়ার অর্ডারে ব্যাটিং টাও ভালো করে। (IND vs BAN 2022)
আসা যাক ওপেনার বিরাট কোহলির প্রসঙ্গে। ২০০৮ সালে ওয়ানডে অভিষেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে ওপেন করেছিলেন কোহলি। সংশ্লিষ্ট সিরিজের পাঁচ ম্যাচে ওপেন করেছিলেন তিনি। এরপর আর মাত্র একবার ওডিআইতে ওপেন করেছিলেন কোহলি ২০১৪ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওপেনার হিসেবে কোহলির পরিসংখ্যান খুব একটা ভালো নয়। ৭ ইনিংসে ১৬৬ রান করেছিলেন ২৩.৭১ গড়ে, একটি হাফ সেঞ্চুরি সহ।