
Virat Kohli – রোববার পঞ্চম বিবাহ বার্ষিকী উদযাপন করলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। টুইটারে স্ত্রীর প্রতি বিশেষ ট্যুইট করেছেন কোহলি। এই মুহূর্তে বাংলাদেশ সফরে আছেন কোহলি। তাকে খেলতে দেখা যাবে টেস্ট সিরিজে।
“জার্নির ৫ বছর। তোমাকে পেয়ে ধন্য হয়েছিলাম আমি। হৃদয় ভরা ভালোবাসা।” – এমনটাই ট্যুইট করেছেন কোহলি। (Virat Kohli)
5 years on a journey for eternity. How blessed Iam to find you , I love you with all my heart ❤️♾️❤️♾️❤️ pic.twitter.com/PISyxaDD6S
— Virat Kohli (@imVkohli) December 11, 2022
কোহলির (Virat Kohli) পোস্ট ইতিমধ্যে দশ হাজার লাইক ছাড়িয়েছে। আজ থেকে পাঁচ বছর আগে ইতালিতে বিয়ে সেরেছিলেন এই স্টার কাপল। ওই সময় শ্রীলঙ্কা সফরে খেলেননি কোহলি, ফিরেছিলেন সাউথ আফ্রিকা সফরে।
২০২১ সালের জানুয়ারি মাসে বিরাট – অনুষ্কার একটি কন্যা সন্তান জন্ম নেয়। কোহলি ওই সময় ভারতের ক্যাপ্টেন ছিলেন, অস্ট্রেলিয়া সফর থেকে দেশে ফিরে এসেছিলেন। ভারতীয় ক্রিকেট বোর্ড অনুমতি দিয়েছেন ক্রিকেটারদের পরিবারকে সফরের সময় নিয়ে যাওয়ার, সেই সূত্রে প্রায়শই কোহলির খেলা দেখতে দেখা যায় অনুষ্কা ও তার কন্যসন্তানকে। (Virat Kohli)
বিরাট কোহলি ধারাবাহিক ভাবে রান করে যাক, একশোটা সেঞ্চুরি করুক। দল এমনটাই চাইছে। বললেন তারকা ভারতীয় ওপেনার ইশান কিষাণ।
সিরিজের তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ২২৭ রানের বিরাট জয় পেয়েছিলো ভারতীয় ক্রিকেট দল। এদিন কেরিয়ারের ৪৪ তম ওডিআই সেঞ্চুরি করেছিলেন কোহলি, ভেঙে দিয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের ৭১ টা আন্তর্জাতিক সেঞ্চুরি করার রেকর্ড।
এদিন কেরিয়ারের ৭২ তম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন কোহলি। আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশী সেঞ্চুরি করার বিচারে দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন কোহলি।
আন্তর্জাতিক ক্রিকেটে সর্ব কনিষ্ঠ ওডিআই ডবল সেঞ্চুরিয়ান ইশান কিষাণ। জানিয়েছেন কোহলি দলের অন্য ক্রিকেটারদেরো সাফল্যে ভীষণ উদযাপন করেন। বলেছেন, (IND vs BAN 2022)
“বিরাট কোহলি দারুণ খুশি। দলের প্রতিটি ক্রিকেটারের সাফল্য ভীষণ উপভোগ করেন উনি। ব্যাপারটা দলের বাদবাকি ক্রিকেটারেরা ভীষণ উপভোগ করে। কোহলি বিরাট মাপের ক্রিকেটার, আমরা চাই কোহলি সেঞ্চুরির সেঞ্চুরি করুক।”
বিরাট কোহলির সাথে খেলার সময় অনেক কিছু শেখেন তিনি, এমনটাই বলেছেন ইশান কিষাণ। তার বক্তব্য,
“বিরাট কোহলির সাথে খেলা ভীষণ উপভোগ করি আমি। উইকেটের অপর প্রান্তে কোহলি থাকলে অনেক কিছু শেখা যায়। কোহলির সাথে ব্যাটিং করবো ভাবলেই ভীষণ উত্তেজিত হয়ে পড়ি।”
চট্টগ্রামে ১৪-১৮ ই ডিসেম্বর জুড়ে খেলা হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। ঢাকায় ২২-২৬ ডিসেম্বর খেলা হবে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ।
আরও পড়ুনঃ FIFA World Cup 2022 : রোনাল্ডোকে ফের জাতীয় দলের হয়ে খেলতে মানা করলেন এই প্রাক্তন তারকা