Virat Kohli : ভাইরাল হলো বিরাট কোহলির পুরনো পাকিস্তান সফরের ভিডিও

0
18
Virat Kohli : Old video of 18-year-old Virat Kohli roaming on the streets of Pakistan resurfaces on social media (Watch)
Virat Kohli : Old video of 18-year-old Virat Kohli roaming on the streets of Pakistan resurfaces on social media (Watch)

Virat Kohli – বিরাট কোহলিকে পাকিস্তানের মাটিতে খেলতে দেখার প্রত‍্যাশায় আছেন সমস্ত পাকিস্তানবাসী। কিন্তু পাকিস্তানের বাসিন্দারা হয়তো ভুলে গেছেন অনূর্ধ ১৯ দলের হয়ে খেলতে কোহলি একবার পাকিস্তান সফরে গেছিলো।

২০০৬ সালে ভারতের অনূর্ধ ১৯ দল পাকিস্তানে গেছিলো চারটে ওয়ানডে এবং দুটো টেস্ট ম্যাচ খেলতে। সেই সফরে গেছিলেন রবীন্দ্র জাদেজা, পিযুষ চাওলা, চেতেশ্বর পূজারা, শাহবাজ নাদিম, ইশান্ত শর্মার মতো ক্রিকেটারেরা। সেই সফরে প্রতিটা ম‍্যাচে জিতেছিলো ভারত। সেই সফরে বিরাট কোহলির একটি ভিডিও বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ভীষণ ভাইরাল হয়েছে। (Virat Kohli)

এদিকে, শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলি নিজে বিশ্রাম নিয়েছেন কিনা সেটা বুঝতে পারছেন না তার ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা। India News Sports কে দেওয়া সাক্ষাৎকারে রাজকুমার বোঝানোর চেষ্টা করেছেন কোনও অফিসিয়াল কনফারমেশন নেই কোহলির টি টোয়েন্টি সিরিজে না খেলার ব‍্যাপারে। (Virat Kohli)

তবে রাজকুমার শর্মার ব‍্যক্তিগত বিশ্বাস বিরাট কোহলিকে বাদ দেওয়া হয়নি টি টোয়েন্টি দল থেকে, (Virat Kohli)

“বিরাট কোহলিকে টি টোয়েন্টি দল থেকে বাদ দেওয়া হয়েছে কিনা সেটা স্পষ্ট নয় এখনও। কারণ এ ব‍্যাপারে কোনও ইমেল বা অফিসিয়াল কনফারমেশন নেই। আমরা জানি না যে ওকে বাদ দেওয়া হয়েছে নাকি ও নিজে বিশ্রাম চেয়েছে। আমার মনে হয় এটা না জেনে ওকে বাদ দেওয়া হয়েছে কথাটা বলা ঠিক।”

আরও পড়ুনঃ SuryaKumar Yadav : রোহিত শর্মার ছবিতে ঠাট্টা মন্তব্য করলেন সূর্য কুমার যাদব

শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিরাট কোহলিকে (Virat Kohli) বাদ দেওয়া হলেও তাকে ওয়ানডে সিরিজের দলে রাখা হয়েছে। শুধুমাত্র কোহলি নয়, তার পাশাপাশি রোহিত শর্মা এবং কে এল রাহুলকেও বাদ দেওয়া হয়েছে টি টোয়েন্টি সিরিজের দল থেকে।

রাজকুমার শর্মার মতে রোহিত শর্মা, বিরাট কোহলির মতো ক্রিকেটারদের তাদের অনুমতি ছাড়া বাদ দেওয়া সম্ভব নয়। তার মতে আগামী বছর ৫০ ওভারের বিশ্বকাপ থাকায় সিনিয়র ক্রিকেটারেরা যাতে ওডিআইতে বেশি পরিমাণে মনোযোগ দেন, এমনটাই চাইছেন ভারতীয় টিম ম্যানেজমেন্ট। অভিজ্ঞ কোচের বক্তব্য,

“এইমুহুর্তে সামনে কোনও বড়ো টি টোয়েন্টি কম্পিটিশন নেই। আগামী ৫০ ওভারের বিশ্বকাপের আগে খুব বেশি একটা সময় নেই। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে খেলা অধিকাংশ ক্রিকেটারেরা শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজে খেলবে। হয়তো বিরাট কোহলিকে বিশ্রাম দেওয়া হয়েছে তার কারণ অধিকাংশ সিনিয়র ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের বিশ্রাম দিয়ে জুনিয়রদের খেলার সুযোগ দেওয়া হয়েছে। আমার মনে হয় না সিনিয়র ক্রিকেটারদের সাথে কোনও আলোচনা না করেই তাদের বাদ দেওয়া হয়েছে।”

জানুয়ারি মাসে শ্রীলঙ্কার বিপক্ষে তিনটি টি টোয়েন্টি এবং তিনটি ওয়ানডে খেলবে ভারতীয় ক্রিকেট দল। ৩ রা জানুয়ারি মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলা হবে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম‍্যাচ।

আরও পড়ুনঃ IND vs SL 2023 : রাহুলকে খেলালে টপ অর্ডারে খেলাতে হবে, মত প্রাক্তন বিশ্বকাপ জয়ী ক্রিকেটারের