IND vs SL 2023 : শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজ শুরুর আগে পরিবারের সাথে সময় কাটাচ্ছেন কোহলি, পোস্ট করলেন ছবি 

0
18
Virat Kohli is spending time with his family ahead of the IND vs SL 2023 ODI series
Virat Kohli is spending time with his family ahead of the IND vs SL 2023 ODI series

IND vs SL 2023 – শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ শুরুর আগে স্ত্রী অনুষ্কা শর্মা এবং কন‍্যা ভামিকর সাথে সময় কাটাচ্ছেন ভারত তারকা বিরাট কোহলি। সোমবার সেই সব নিজের ইনস্টাগ্রামে পোস্ট করেছেন তিনি। যেখানে পরিবারের সাথে সমুদ্র সৈকতে কোয়ালিটি সময় কাটাতে দেখা গেছে কোহলিকে।

২০১৭ সালের ডিসেম্বর মাসে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় এই জুঁটি। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্মগ্রহণ করে তাদের কন‍্যা সন্তান। পরিবারের সাথেই নতুন বছর উদযাপন করেছিলেন এই জুঁটি।

শ্রীলঙ্কার বিপক্ষে ওডিআই সিরিজের দলে রাখা হলেও কোহলির সাথে একাধিক সিনিয়র ভারতীয় ক্রিকেটারকে রাখা হয়নি শ্রীলঙ্কার বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে। এভাবে টি টোয়েন্টি দল থেকে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের থেকে বাদ দেওয়া উচিত হয়নি। এমনটাই মনে করেন বিরাট কোহলির ছোটোবেলার কোচ রাজকুমার শর্মা।

আরও পড়ুনঃ Messi : মেসির জন্যে PSG ছাড়ার সিদ্ধান্তে অনড় এমবাপ্পে

সিনিয়র ক্রিকেটারদের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব উচিত বলে মনে করেন রাজকুমার। তার মতে এটা সঠিক সময় নয় এতো বিরাট বদল আনার জন্যে। কারণ এইমুহুর্তে ভারতীয় ক্রিকেট দলের ড্রেসিংরুমের পরিবেশ খুবই ইতিবাচক।

“এখনকার ক্রিকেটারেরা সবাই খুব ম‍্যাচুয়ার। তাই তাদের এতো স্ট্রং কোনও মেসেজ দেওয়ার কোনও প্রয়োজন আছে বলে মনে করিনা আমি। এইমুহুর্তে ভারতের ড্রেসিংরুমের পরিবেশ খুব ভালো। সিনিয়র ক্রিকেটারদের তাদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব দেওয়া উচিত ছিলো। কারণ এক্ষেত্রে তাদের ভারতীয় ক্রিকেটের প্রতি অবদানের ব‍্যাপারটা মাথায় রাখা উচিত ছিলো।”

India ODIs squad for IND vs SL 2023 Series :

Rohit Sharma (Captain), Shubman Gill, Virat Kohli, Suryakumar Yadav, Shreyas Iyer, KL Rahul (wk), Ishan Kishan (wk), Hardik Pandya (VC), Washington Sundar, Yuzvendra Chahal, Kuldeep Yadav, Axar Patel, Mohd. Shami, Mohd. Siraj, Umran Malik, Arshdeep Singh.

আরও পড়ুনঃ Dwaine Pretorius : বছরের শুরুতে আচমকা আন্তর্জাতিক ক্রিকেট’কে বিদায় জানালেন ছন্দে থাকা ক্রিকেটার