Virat Kohli – কেরিয়ারের ৭১ তম আন্তর্জাতিক সেঞ্চুরি টা করতে বছর তিনেক সময় লেগেছে বিরাট কোহলির। কোভিডের আগে অবিশ্বাস্য ছন্দে ছিলেন বিরাট কোহলি, ওই সময় ধারাবাহিক ভাবে সেঞ্চুরি করতে দেখা যেতো তাকে। ফ্যানেরা অধীর আগ্রহে অপেক্ষায় ছিলো বিরাট কোহলি’কে সেঞ্চুরি করতে দেখতে, অবশেষে বিরাট কোহলি ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এশিয়া কাপে আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচে সেঞ্চুরি করার খড়া কাটান।
২০২২ সালের ডিসেম্বর মাসে বাংলাদেশের বিরুদ্ধে বছর তিনেক পর ফের ওয়ানডেতে সেঞ্চুরি করেছিলেন কোহলি। এরপর আরও দুটো সেঞ্চুরি করেছেন বিরাট কোহলি। এই মুহূর্তে আন্তর্জাতিক ক্রিকেটে তার সেঞ্চুরির সংখ্যা ৭৪ টা। (Virat Kohli)
জনৈক আমান আগারওয়াল, এক বিরাট কোহলির ভক্ত তার বিয়ে রুখে রেখেছিলেন কোহলির সেঞ্চুরি করার অপেক্ষায়। আমানের ছবি ভাইরাল হয়েছিল ২০২২ সালে।
গতবছর সেপ্টেম্বর মাসে বিরাট কোহলি সেঞ্চুরি করার পর তিনি বিয়ের প্রস্ততি নেওয়া শুরু করেন, এবং সদ্য ১৫ ই জানুয়ারি বিবাহ সারেন। (Virat Kohli)
বিয়ের দিন বিরাট কোহলির থেকে বিশেষ উপহার পেলেন তার ওই ভক্ত। কারণ ওইদিনই কেরিয়ারের ৭৪ তম আন্তর্জাতিক সেঞ্চুরি টি করেছিলেন। আমান পরবর্তী সময়ে ট্যুইটার কোহলির সেই সেঞ্চুরি করার পর সেলিব্রেশনের ছবি সোশ্যাল মিডিয়ায় ছাড়েন। ছবির ক্যাপশানে আমান লিখেছেন, (Virat Kohli)
“আমি ওনার কাছ থেকে ৭১ তম সেঞ্চুরি দেখার আব্দার করেছিলাম। আর উনি আমার বিশেষ দিনে ৭৪ তম সেঞ্চুরি করলেন।” – ওই ম্যাচে কোহলির খেলা ১৬৬* রানের অপরাজিত ইনিংসের উপর নির্ভর করে ভারত স্কোরবোর্ডে ৩৯০ রান তুলেছিলো।
আরও পড়ুনঃ IND vs NZ 2023 : যুবি এবং বাবাকে গর্বিত করে খুশি শুভমান গিল
"I asked for the 71st century but he scored 74th on my special day" ❤️❤️❤️@imVkohli @AnushkaSharma @StayWrogn pic.twitter.com/zHopZmzKdH
— Aman Agarwal (@Aman2010Aman) January 16, 2023
ইতিমধ্যে চেনা মেজাজে ফিরেছেন বিরাট কোহলি। ২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপ,ঘ রের মাঠে এই টুর্নামেন্ট, তার আগে কোহলির এই ফর্ম বেশ নির্ভরতা দিচ্ছে ভারতকে, বলা যায়। এই মুহূর্তে কোহলির করা ওয়ানডে সেঞ্চুরি ৪৬ টা। সচিনের সর্বাধিক ওয়ানডে সেঞ্চুরি করার রেকর্ড ভাঙতে আর মাত্র চারটি সেঞ্চুরি করার প্রয়োজন আছে।
চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেললেও। টি টোয়েন্টি সিরিজে খেলবেন না বিরাট কোহলি। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে চার ম্যাচের টেস্ট সিরিজে প্রত্যাবর্তন করবেন তিনি।
আরও পড়ুনঃ ODI WC 2023 : ঘরের মাঠে আসন্ন বিশ্বকাপে দলের একটা বড় এক্স-ফ্যাক্টর হতে পারে সূর্য, মত উথাপ্পার