IND vs AUS 2023 : ট্রেনিংয়ে এসে রোহিতকে দেখে জড়িয়ে ধরলেন কোহলি, ভাইরাল হলো ভিডিও 

0
408
Virat Kohli hugged Rohit Sharma when he came to IND vs AUS 2023 training the video went viral
Virat Kohli hugged Rohit Sharma when he came to IND vs AUS 2023 training the video went viral

IND vs AUS 2023 – অসি বধের প্রস্তুতি শুরু করে দিলো ভারতীয় ক্রিকেট দল।শনিবার নাগপুরে একত্রিত হলো গোটা ভারতীয় শিবির। নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজে বিশ্রামে ছিলো রোহিত শর্মা এবং বিরাট কোহলি। প্রাক্টিস সেশনে দুই তারকা ক্রিকেটারের দেখা হতেই দুজন দুজনকে উষ্ণ আলিঙ্গনে বরণ করে নিলেন ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হলো সোশ্যাল মিডিয়ায়।

এই প্রথমবার রোহিত শর্মা’কে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে নেতৃত্ব দিতে দেখা যাবে ভারতীয় ক্রিকেট দলকে। এখনও অবধি ভারতকে দুটো টেস্ট ম‍্যাচে নেতৃত্ব দিয়েছেন রোহিত শর্মা। গতবছর করোনা হওয়ায় ইংল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে দেশকে নেতৃত্ব দিতে পারেনি রোহিত। এরপর বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে দেশকে নেতৃত্ব দিতে পারেননি তিনি বুড়ো আঙুল ভাঙার কারণে। (IND vs AUS 2023)

আরও পড়ুনঃ Suresh Raina : ধোনির অবসর নেওয়ার পর কেনো অবসর নিয়েছিলেন, আড়াই বছর পর কারণ বললেন রায়না

বর্ডার গাভাস্কার দলের প্রস্তুতির বিষয় ভারতের কোচ রাহুল দ্রাবিড় বলেছেন বেশ ভালো প্রস্তুতি নিচ্ছেন তারা আসন্ন এই সিরিজের জন্যে। তিনি বলেছেন – (IND vs AUS 2023)

“গত কয়েক দিন বেশ ভালো প্রস্তুতি নিয়েছি আমরা। বেশ কয়েকটা দীর্ঘ সময়ের জন্য ট্রেনিং সেশন নিয়েছি। আমার কোচ হিসেবে এই ব‍্যাপারটা খুব ভালো লেগেছে, কারণ প্রচুর ক্রিকেট খেলার ফলে অনেক সময় এতো দীর্ঘমেয়াদী প্রস্তুতি সারা সম্ভব হয়না। (IND vs AUS 2023)

এখন আর শিবির আয়োজন করে প্লেয়ারদের লম্বা সময়ের জন্যে প্রস্তুতি সারা সম্ভব হয়না। দলের কোচ হিসেবে এই সুযোগ টা পেয়েও আমার ভীষণ ভালো লাগছে।”

নিউজিল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের বিরতির পর বিরাট কোহলি, কে এল রাহুল এবং রোহিত শর্মাকে ফের খেলতে দেখা যাবে দেশের হয়ে আসন্ন এই টেস্ট সিরিজে। এশিয়া কাপ ২০২২ এরপর একটা দীর্ঘ বিরতি বাদে জাতীয় দলে প্রত‍্যাবর্তন করছেন রবীন্দ্র জাদেজা।

নিঃসন্দেহে একটা দারুণ টানটান উত্তেজনায় ভরপুর একটা সিরিজ দেখতে চলেছি আমরা।

আরও পড়ুনঃ IND vs AUS 2023 : প্রতিপক্ষের বোলারের থেকে সব সময় এক কাঠি এগিয়ে থাকেন কোহলি, বললেন তার ছোটোবেলার কোচ