Virat Kohli : মনে হয়না কোহলি ওরকম ছয় আর কখনও মারতে পারবে, MCG’তে তাকে মারা কোহলির ছক্কা প্রসঙ্গে বললেন রাউফ

0
17
Virat Kohli :
Virat Kohli : "He has played that shot now; don't think he can do that again"- Haris Rauf on Virat Kohli's incredible six vs Pakistan

Virat Kohli – বছর ঘুরে গেছে, কিন্তু বিরাট কোহলির তাকে মারা মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টি ২০ বিশ্বকাপ চলাকালীন ছক্কা এখনও মনে ধরে আছে পাকিস্তানের পেসার হারিস রাউফের। ২০২২ টি টোয়েন্টি বিশ্বকাপের ম‍্যাচ চলাকালীন সেই ছক্কা হজম করার রেশ এখনো রয়ে গেছে এই পাকিস্তানের স্পিডস্টারের মতে।

ম‍্যাচে তখনো আট বলে ২২ রান দরকার ভারতের জয়ের জন্য। এরকম একটা সময় বোলারের মাথার উপর থেকে একটি দুর্দান্ত ছক্কা হাঁকান কোহলি। এর ফলে শেষ ওভারে ভারতের জয়ের জন্য প্রয়োজনীয় রানের সংখ্যা হয়ে দাড়ায় ১৬। ভারত দুর্দান্ত ভাবে জিতে নেয় সেই ম‍্যাচ। (Virat Kohli)

ইদানিং একটি টিভি শোতে হাজির ছিলেন রাউফ, সেখানে কোহলির মারা তাকে ছক্কা মারা সম্পর্কে অবশেষে নিরাবতা ভেঙেছিলেন তিনি। বলেছেন প্রতিদিন ওরকম শট মারা সম্ভব নয়, শুধুমাত্র টাইমিংয়ের উপর নির্ভর করে ওরকম দারুণ একটা শট মেরেছেন কোহলি। তার বক্তব্য,

“অবশ্যই ওরকম একটা ছক্কা মন খারাপ করে দিয়েছিলো। আমি কখনও ওই বিষয়টা নিয়ে কোনও কিছু বলিনি, তবে আমাকে ভীষণ যন্ত্রণা দিয়েছিলো কোহলির সেই ছক্কাটা। কোহলি কি মানের ক্রিকেটার সেটা সবাই জানে, তবে আমার মনে হয়না, ও কখনও আর ওইরকম শট আর খেলতে পারবে। এমন শট খুবই রেয়ার হয়। বারবার মারা যায়না। ওর টাইমিং একেবারে নিঁখুত ছিলো। তাই ওটা ছক্কা হয়।”

আরও পড়ুনঃ IND vs SL 2023 : তৃতীয় ম‍্যাচে খেলার সময় চাপে ভুগেছিলেন শুভমান গিল, দাবী প্রাক্তন তারকা ওপেনারের

৫৩ বলে ৮২* রানের অপরাজিত একটা ইনিংস খেলেছিলেন কোহলি সেই ম‍্যাচে। ভারতকে কার্যত হারের মুখ থেকে তুলে ধরেছিলেন কোহলি ওই ইনিংস খেলে। পাকিস্তানের দেওয়া ১৬০ রান তাড়া করতে নেমে ভারতের স্কোর হয়ে দাড়িয়েছিলো একসময় ৪ উইকেটে ৩১ রান। পরবর্তী সময়ে হার্দিক পান্ডিয়ার সাথে ১১৩ রান জুড়ে দেশকে স্মরণীয় ৪ উইকেটে জয় এনে দেন কোহলি।

আরও পড়ুনঃ Messi : মেসির নামে সদ‍্যোজাত সন্তানদের নাম রাখার ধুম লেগেছে বিশ্বে !