
Virat Kohli- জানুয়ারির শেষে ফের বৃন্দাবনে সপরিবারে হাজির হলেন বিরাট কোহলি। শেষ কয়েকদিন ধরে ওখানেই আছেন তিনি। স্বামী দয়ানন্দের আশ্রমে তাকে এবং তার স্ত্রী অনুষ্কা শর্মাকে দেখা গেলো একই সাথে।
ইতিমধ্যে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যেখানে কোহলিকে আশ্রমের আড়তিতে অংশগ্রহণ করতে। কোহলির জনপ্রিয়তা সম্পর্কে আলাদা করে কিছু বলার নেই। তাই তিনি আসছে শুনে স্বাভাবিক ভাবেই সেখানে দর্শনার্থীদের সংখ্যা বাড়তে থাকে। উপস্থিত ফ্যানেদের সেলফি এবং অটোগ্রাফের আব্দার মেটান কোহলি। তবে ধর্মীয় স্থানে একজন ফ্যান অনেকটা সময় তার ভিডিও তুলছিলো, সেটা একেবারেই পছন্দ হয়নি তার। তাকে ভিডিও তোলা বন্ধ করতে বলেন তিনি। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। (Virat Kohli)
Virat kohli suffering from success 🔥👑 pic.twitter.com/PDfE7vtu5H
— Ameee ♥ (@kohlifanAmeee) January 31, 2023
এইমুহুর্তে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। সেই সিরিজ থেকে আপাতত বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলিকে। অবশ্য ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলেছিলেন, সেই সিরিজ ভারত ৩-০ ব্যবধানে জিতে নিয়েছিলো। অবশ্য সেই সিরিজে ব্যাট হাতে তেমন কোনও উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে পারেননি কোহলি, তিন ম্যাচে তার সংগ্রহের রান সংখ্যা যথাক্রমে ৮, ১১ এবং ৩৬। (Virat Kohli)
অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার গাভাস্কার ট্রফিতে খেলতে নামার মধ্যে দিয়ে ফের আরেকবার জাতীয় দলের হয়ে মাঠে নামতে দেখা যাবে বিরাট কোহলি কে। আগামী ৯ ই ফেব্রুয়ারি থেকে নাগপুরের বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট ম্যাচ। (Virat Kohli)
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : রোহিতদের জন্যে বিশেষ ট্রেনিং শিবির আয়োজন করছে বিসিসিআই
দীর্ঘ সময়ের অপেক্ষার পর ২০২২ সালের দ্বিতীয়ার্ধে বিরাট কোহলি কে ফের ছন্দে ফিরতে দেখেছি আমরা। হতাশজনক ইংল্যান্ড সফরের পর ক্রিকেট থেকে সাময়িকভাবে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বিরাট কোহলি। এরপর সংযুক্ত আরব আমিরশাহীতে অনুষ্ঠিত এশিয়া কাপে দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন। সেঞ্চুরি করার খড়া কাটিয়েছিলেন ১০০০ এর বেশি দিনের পর।
ভারতের প্রাক্তন এই অধিনায়ক গতবছর অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিত টি টোয়েন্টি বিশ্বকাপে টপ পারফরমার’দের মধ্যে অন্যতম একজন ছিলেন।
ছিলেন টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক। ছয় ম্যাচে ২৯৬ রান করেছিলেন ৯৮.৬৭ গড়ে, ১৩৬.৪১ স্ট্রাইক রেটে ব্যাট করেছিলেন। এমন অসাধারণ পারফরম্যান্স দেওয়ার সুবাদে আইসিসির বর্ষসেরা টি টোয়েন্টি দলে জায়গা করে নিয়েছিলেন বিরাট কোহলি।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : অশ্বিন, আক্সারদের স্পিন সামাল দিতে বিশেষ প্রস্তুতি নিচ্ছে স্মিথরা, দেখুন ভিডিও