
Border-Gavaskar Trophy, 1st Test – শুক্রবার বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে কেরিয়ারের নবম টেস্ট সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। নাগপুর টেস্টের শুরু থেকেই দারুণ ছন্দে আছেন তিনি।
নাগপুরের কঠিন পিচে রোহিত শর্মার দুর্দান্ত সেঞ্চুরি ম্যাচে ভারতকে চালকের আসনে বসিয়েছে। বিরাট বড়ো লিড পেয়েছে ভারত। ২১২ বলে ১২০ রান করে আউট হন রোহিত শর্মা, তার উইকেট নেন প্যাট কামিন্স।
অবশ্য একটা সময় রোহিত শর্মার সেঞ্চুরি মিস করার আশঙ্কা তৈরী হয়েছিল। বিরাট কোহলির সাথে রান নিতে গিয়ে একটা ভুল বোঝাবুঝি থেকে এমনটা হয়েছে। রোহিত হাফ ক্রিজ পেড়িয়ে যাওয়ার পর কোহলি সেই রান বাতিল করে। এরপর দুরন্ত ড্রাইভ দিয়ে কোন রকমে ক্রিজে ঢোকেন রোহিত। পরবর্তী সময়ে কোহলি ক্ষমা চেয়ে নেন দলের অধিনায়কের কাছে। ইতিমধ্যে সেই ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
— Nitin Varshney (@NitinVa15588475) February 10, 2023
নাগপুরে প্রথম ভারতীয় অধিনায়ক হিসেবে ক্রিকেটের তিন ফর্ম্যাটে সেঞ্চুরি করার রেকর্ড গড়লেন রোহিত শর্মা। এদিন বিদর্ভ ক্রিকেট সংস্থার মাঠে এই দারুণ নজির স্থাপন করলেন রোহিত শর্মা। ঢুকে পড়লেন ভারতের ক্রিকেটের ইতিহাসের পাতায়।
অধিনায়ক হিসেবে এটা কেরিয়ারের তৃতীয় টেস্ট ম্যাচ রোহিতের। মোট মিলিয়ে ৪৬ তম। সেঞ্চুরি করার পর এমন মাইলস্টোন অর্জন করলেন রোহিত শর্মা যে মাইলস্টোন বিরাট কোহলি এবং মহেন্দ্র সিং ধোনি অর্জন করতে পারেনি। (Border-Gavaskar Trophy, 1st Test)
২০১৭ সালে ১৩ ই ডিসেম্বর মোহালিতে শ্রীলঙ্কা বিপক্ষে ওয়ানডেতে অধিনায়ক হিসেবে প্রথম সেঞ্চুরি করেছিলেন রোহিত শর্মা। সেই ম্যাচে বিরাট কোহলির বদলে নেতৃত্ব দিয়েছিলেন রোহিত। অপরাজিত ছিলেন ২০৮ রানে। তার প্রথম এবং একমাত্র টি টোয়েন্টি সেঞ্চুরি অধিনায়ক এসেছিলো শ্রীলঙ্কার বিপক্ষেই, ২০১৭ সালে ২২ শে ডিসেম্বর, করেছিলেন ১১৮ রান।
এবার টেস্ট সেঞ্চুরি করে ফেললেন অধিনায়ক হিসেবে। রোহিত শর্মা ছাড়া এই নজির বিশ্ব ক্রিকেটের আসরে আর মাত্র একজন অধিনায়কের আছে। তিনি হলেন প্রাক্তন সাউথ আফ্রিকার অধিনা ফাফ দু প্লেসিস। রোহিত শর্মা ছাড়া এই বিরল নজির বিশ্ব ক্রিকেটে একমাত্র এই প্রাক্তন সাউথ আফ্রিকার অধিনায়কের দখলেই ছিলো।
রোহিত শর্মার অসামান্য পারফরম্যান্সের উপর নির্ভর করে চলতি টেস্টে অস্ট্রেলিয়াকে মারাত্মক চাপের মধ্যে রেখেছে ভারত। ২০২২ সালের মার্চ মাসের পর এই প্রথম টেস্ট ম্যাচ খেলছেন রোহিত শর্মা। এই নিয়ে টানা দুটো আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন রোহিত শর্মা। এর আগের সেঞ্চুরিটা ইন্দোরে গত ২৪ শে জানুয়ারি করেছিলেন রোহিত নিউজিল্যান্ডের বিপক্ষে, সেটা ছিলো তার কেরিয়ারের ৩০ তম আন্তর্জাতিক ওয়ানডে সেঞ্চুরি।