Vinod Kambli – স্ত্রীকে মারধর করার অভিযোগ উঠলো বিনোদ কাম্বলির বিরুদ্ধে। রান্নার জিনিসপত্র থেকে শুরু করে ব্যাট দিয়েও মারতে যান কাম্বলি। অবশ্য এখনও পুলিশ কাউকে গ্রেফতার করা হয়নি কাউকে। বিনোদের স্ত্রী রিপোর্ট দায়ের করেছে পুলিশে।
রিপোর্ট অনুযায়ী প্রাক্তন ক্রিকেটারের স্ত্রী আন্দ্রেয়া বলেছেন নিজের ফ্ল্যাটে মদ্যপান করছিলেন বিনোদ। এরমধ্যে মদ খেয়ে গালিগালাজ করা শুরু করেন। সন্তানদের সামনে মারধর করার অভিযোগ উঠেছে। (Vinod Kambli)
বিনোদের স্ত্রীর অভিযোগ তাকে কুকিং প্যানের হ্যান্ডেল ছুড়ে মেরেছিলেন বিনোদ। ব্যাট দিয়েও মারতে যান। কিন্তু কোনও ক্রমে নিজেকে বাঁচিয়ে দেন। এরপর তিনি ফ্ল্যাট ছেড়ে দেন। (Vinod Kambli)
ফ্ল্যাট থেকে বেরিয়ে হাসপাতালে যান বিনোদের স্ত্রী। এরপর থানায় যান। অভিযোগ দায়ের করেন। জমা দেন মেডিক্যাল রিপোর্ট। বিনোদের নামে এফ আই আর দায়ের করা হয়েছে।
ইদানিং একটি সাক্ষাৎকারে বিনোদ কাম্বলি বলেছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের থেকে প্রাপ্ত পেনশন ছাড়া তার আর কোনও আলাদা আর্থিক উপার্জনের উৎস নেই, তাই দারুণ সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন।
৫০ বছর বয়সী কাম্বলি’কে শেখ বারের মতো কোচের পদে দেখা গেছিলো ২০১৯ সালে টি ২০ মুম্বই লিগ চলাকালীন। এরপর করোনা আসায় গোটা পরিস্থিতি বদলে যায়। এখন কাম্বলি’র ভরসা বোর্ডের তরফে পাওয়া ৩০,০০০ হাজার টাকার পেনশন। একটা সময় অবধি নেরুলের Tendulkar Middlesex Global Academy- তে কোচিং করাতেন, কিন্তু বর্তমানে তা বাড়ি থেকে অনেক দুর হয়ে পরায় কাম্বলির পক্ষে ওতোটা দুরে গিয়ে কোচিং করানো সম্ভব হয়ে উঠছেনা। (Vinod Kambli)
“একটা সময় ভোর ৫ টায় উঠে যেতাম। ডি ওয়াই পাতিলে গাড়ি ভাড়া করে যেতে হতো। এরপর বিকেলে আবার বিকেসি’র মাঠে অনুশীলন করতাম, গোটা বিষয়টির জন্য প্রচণ্ড চাপ হয়ে যাচ্ছিলো। আমি বর্তমানে অবসরপ্রাপ্ত ক্রিকেটার। ভারতীয় ক্রিকেট বোর্ডের তরফে আসা পেনশনের উপর আমার যাবতীয় নির্ভরতা। এই একটা ইনকাম সোর্সের উপর আমার গোটা পরিবার চলে, যার জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাই ভারতীয় ক্রিকেট বোর্ড’কে।
আমি মুম্বই ক্রিকেট সংস্থার কাছে সাহায্যের আশ্বাস নিয়ে গেছিলাম। আমি তাদের কাছে কাজ চাইতাম, বলতাম যদি কোনও ভাবে কিছুর একটা ব্যবস্থা করা যায়। মুম্বইয়ের ক্রিকেট আমাকে অনেক কিছু দিয়েছে। আমি গোটা জীবন’টাকেই খেলার প্রতি নিয়োজিত করেছিলাম। খেলা ছাড়ার পরে জীবন চালানোর জন্য কিছু একটা কাজের প্রয়োজন হয়। আমি মুম্বই ক্রিকেট সংস্থার থেকে সেই সাহায্যটা চাই, আমার একটা কাজের ব্যবস্থা করে দেওয়া হোক।”
দেশের হয়ে ১০৪ টে ওয়ানডে, ১৭ টা টেস্ট ম্যাচ খেলেছিলেন কাম্বলি। ১৯৯১ থেকে ২০০০ সাল অবধি সব ধরনের ফর্ম্যাট মিলিয়ে তার রান সংখ্যা ৩৫৬১, আছে চারটি টেস্ট সেঞ্চুরি এবং দুটো ওয়ানডে সেঞ্চুরি।
আরও পড়ুনঃ IND vs AUS 2023 : মারাত্মক চাপে অস্ট্রেলিয়া, প্রথম টেস্টে মিস করবেন হ্যাজেলউড